TVS Sport: সামনেই দীপাবলি। তার প্রাক্কালে বেশ কিছু কোম্পানি এনে এসেছে নতুন অফার। আপনারা যদি দীর্ঘদিন ধরে বাইক কেনার প্ল্যানে থাকেন তাহলে এই সুযোগে কিনে ফেলুন নতুন টু-হুইলার। মাসিক 221 টাকা থেকে শুরু হয়েছে এই বাইকের ইন্টারেস্ট।
বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই নতুন বাইক কিনতে পারছেন না। এবার আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দামে নিয়ে এসেছি একটি বাইকের খোঁজ। এত কম দামে স্পোর্টি লুকের বাইক আর পাবেন না। TVS Sports প্রচুর বাইক প্রেমীর প্রথম পছন্দ। এটি 80 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া প্রতি ঘণ্টায় 90 কিলোমিটার বেগে ছোটে। নিজেদের বাজেটের মধ্যে এবার এই মডেলটি কিনতে পারবেন আপনারা। এই বাইকে শক্তিশালী ইঞ্জিন আর দুর্দান্ত ফিউল এফিসিয়েন্সি দেওয়া হয়েছে। জেনে নিন বিস্তারিত।
TVS Sport: ডাইমেনশন
TVS Sports-এর কার্ব ওয়েট 112 কেজি। এর সিটের উচ্চতা 790 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিলিমিটার। এর দৈর্ঘ্য 1950 মিলিমিটার, প্রস্থ 705 মিলিমিটার আর উচ্চতা 1080 মিলিমিটার। এই বাইকের হুইল বেস 1236 মিলিমিটার।
TVS Sport: ইঞ্জিন
এই স্পোর্টি লুকের বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে 100cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পেয়ে যাবেন। যা 8.19 Ps শক্তি ও 8.7 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। প্রতি লিটার পেট্রোলে 80 কিলোমিটার মাইলেজ দিতে পারে TVS Sports।
TVS Sport: এডভান্স ফিচার
এই স্পোর্টস বাইকে 7 ইঞ্চির রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে। এছাড়া এতে 5টি রাইডিং মোড রয়েছে। যথা :- আরবান, রেইন, স্পোর্ট, ট্র্যাক ও সুপার মোটো। TVS Sports-এ আপনারা ফিউল ইন্ডিকেটর, অটোমেটিক হেডলাইট, স্পোর্টি হেডল্যাম্প, পাস সুইচ, অ্যানালগ স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, সিঙ্ক্রোনাইজড ব্রেকিং সিস্টেমের মতো এডভান্স ফিচার্স পেয়ে যাবেন।
TVS Sport: দাম
দুর্দান্ত পারফরম্যান্স সমৃদ্ধ এই বাইকের দাম শুরু হয়েছে 64 হাজার টাকায়। তবে আপনি চাইলে এর থেকে কম দামে বাইকটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 8 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর বাকি টাকা 9.7 শতাংশ সুদের হারে লোন নিতে হবে। 3 বছরের জন্য প্রতি মাসে আপনাকে 2 হাজার 231 টাকা করে ইএমআই জমা করতে হবে।