Bike Loan

TVS Raider SmartXonnect: মাত্র 12,000 টাকায় নতুন বাইক! এবার কলেজ স্টুডেন্টদের স্বপ্ন হবে পুরণ, চমৎকার লুক

Aindrila Dhani

Published on:

tvs-raider-smartxonnect-price

TVS Raider SmartXonnect : এবার আপনিও নিজের জন্য একটি নতুন রাইডার বাইক কিনেই ফেলুন। ভারতে বেশ কিছু কোম্পানি টু হুইলার সেক্টরে ব্যবসা করছে। সেগুলির মধ্যে থেকেই অন্যতম হলো টিভিএস। এই কোম্পানিরই অন্যতম জনপ্রিয় একটি রাইডার বাইক সম্পর্কে আমরা কথা বলব। ভারতে TVS Raider SmartXonnect বেশ পছন্দ করা হয়।

কোম্পানি তাদের এই বাইকটিতে বেস্ট কিছু ফিচার্স যুক্ত করেছে। এবার কি আপনারা এবার নিজেদের বাজেটে পেয়ে যাবেন। মাত্র 12 হাজার টাকা থাকলেই, বাড়ি আনতে পারবেন TVS Raider SmartXonnect। এই রাইডার বাইকে 10 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এতে দুটি রংয়ের বিকল্প রয়েছে। মাইলেজের দিক থেকেও দুর্দান্ত এটি।

   

TVS Raider SmartXonnect: ইঞ্জিন

এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, এতে 124cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 7500 rpm-এ 11.38 Ps শক্তি উৎপাদন করে। এই বাইকটির ওজন 123 কেজি।

TVS Raider SmartXonnect: মাইলেজ

এই বাইকে 10 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এবার যদি আমরা বাইকটির মাইলেজ সম্পর্কে কথা বলি, এতে আপনারা দুর্ধর্ষ মাইলেজ পেয়ে যাবেন। যার ফলে পেট্রোলের খরচ কিছুটা সাশ্রয় হবে। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 67 কিলোমিটার মাইলেজ দিতে পারে। প্রতি ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ 99 কিলোমিটার। মাত্র 22 সেকেন্ডে এই রাইডার বাইক 0 থেকে 100 কিলোমিটার/ ঘণ্টা গতি তুলতে পারে।

TVS Raider SmartXonnect: ফিচার্স

TVS Raider SmartXonnect-এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রাইড রিপোর্ট, ওয়েদার আপডেটস্, ETFi টেকনোলজি, স্পিড আপডেট সহ বেশ কিছু ফিচার রয়েছে।

TVS Raider SmartXonnect: দাম

এই বাইকটির এক্স শোরুম দাম 1 লাখ টাকা। আর এর অন রোড দাম 1 লাখ 15 হাজার টাকা। কিন্তু আপনার বাজেট যদি এত না হয়, তাহলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 12 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 3 বছরের জন্য প্রতি মাসে কিস্তি জমা করতে হবে। এই ব্যাপারে বিস্তারিত জানতে টিভিএসের নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।