Bike Loan

TVS Raider: ছুটবে তেলের গন্ধে! মাত্র 5,906 টাকাতে আজই ঘরে তুলুন এই বাইক

Avatar

Published on:

tvs-raider-price

TVS ভারতের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থার দুই চাকা বিশিষ্ট মোটরবাইক বিশ্বের 60টি দেশে রপ্তানি করা হয়। TVS কোম্পানি তার কোয়ালিটি, ইনোভেশন এবং পারফরম্যান্সের জন্য বিশেষ পরিচিত। TVS বাইকগুলি সাশ্রয়ী,  ফুয়েল এফিসিয়েন্ট এবং বিভিন্ন বিকল্পের জন্যও বিশেষ পরিচিত।

TVS কোম্পানির একটি জনপ্রিয় মোটরবাইক হলো TVS Raider। 2021 সালের সেপ্টেম্বর মাসে প্রথম এই গাড়িটি লঞ্চ করা হয়েছিল। TVS Raidar হলো একটি 125cc মোটরসাইকেল, যা এর হাই অক্টেন পারফরম্যান্স এবং দুর্দান্ত স্টাইলের জন্য বিশেষ জনপ্রিয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় 125cc বাইকগুলির মধ্যে একটি TVS Raidar। এই মোটরবাইকটি রাইডারদের জন্য আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করে।

যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন, তাদের জন্য TVS Raidar একটি ভালো বিকল্প। এই গাড়ির দাম সাধ্যের মধ্যে। Raider-র এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 95,219 টাকা থেকে। এটি চারটি ভেরিয়েন্টে উপলব্ধ, যথা Single Seat, SmartXonnect, Split Seat এবং Super Squad এডিশন। Single Seat বিশিষ্ট বেস ভেরিয়েন্টটির এক্স শোরুম মূল্য 95,219 টাকা এবং টপ ভেরিয়েন্ট SmartXonnect এর দাম 1,02,770 টাকা।

TVS Raidar বাইকের ফিচার ও পারফরম্যান্স

• ফিচার: এই বাইকটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যা গতি সহ ফুয়েল লেবেল, গিয়ার ইন্ডিকেটর, রিয়েল টাইম এর মতো অনেক কিছু তথ্য ডিসপ্লেতে দেখাবে। এর সাথে এই বাইকে USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকে ইকো ও পাওয়ার এই দুটি রাইডিং মোড দেওয়া হয়েছে।

• পারফরম্যান্স: TVS Raider এ একটি 124.8cc সিঙ্গেল সিলিন্ডার সহ 3V পারফরম্যান্স প্রদান করে। এই ইঞ্জিনটি 11.38ps পাওয়ার এবং 11.2Nm টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। মাইলেজের কথা বললে প্রতি লিটারে 67 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। বাইকটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 99 কিমি গতি তুলতে সক্ষম হবে।

আপনি যদি TVS Raidar মোটরবাইকটি কিনতে চান, তাহলে এটি EMI অপশনেও কিনতে পারবেন। মাত্র 5,906 টাকা ডাউনপেমেন্ট করে আপনি গাড়িটি কিনতে পারবেন। এরপর আপনাকে প্রতি মাসে 4,052 টাকা করে EMI ভরতে হবে। যাইহোক গাড়িটি কেনার আগে অবশ্যই গাড়িটির ফিচার ও পারফরম্যান্স সম্পর্কে জেনে নেওয়া ভালো।