TVS Raider: কমিউটার সেগমেন্টের বাইক আমাদের দেশে বেশ বিখ্যাত। এই টু-হুইলার সেগমেন্টে বিভিন্ন কোম্পানি তাদের বাইক লঞ্চ করেছে। এর প্রধান কারণ হল, এই সেগমেন্টের বাইক ভালো পারফরমেন্সের পাশাপাশি ভালো মাইলেজও দিয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, এই মূল্য বৃদ্ধির বাজারে বেশি মাইলেজের গাড়ি গ্রাহকরা কিনতে পছন্দ করছেন। আপনিও যদি ভালো মাইলেজের কমিউটার বাইক কিনতে চান, তবে আজকের প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।
TVS Motors একটি বিখ্যাত অটোমোবাইল কোম্পানি। এই কোম্পানি একাধিক মডেল ভারতের রাস্তায় আপনারা দেখতে পেয়ে যাবেন। বাজেট সেগমেন্টে কমিউটার মডেল বলতে TVS Raider বেশ জনপ্রিয়। এটি স্পোর্টি লুকের ডিজাইনের লঞ্চ করা হয়েছে। এটি বেশ ভালো মাইলেজ দিতে পারে। এর দামও খুব একটা বেশি নয়।
TVS Raider এর ইঞ্জিন
TVS Raider-এ 124.8cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 11.38 Ps শক্তি ও 11.2 Nm টর্ক উৎপাদন করে। এর সাথেই রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। TVS Raider প্রতি লিটারে 67 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
TVS Raider-এর দাম
TVS Raider-এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 96 হাজার 219 টাকা থেকে শুরু হচ্ছে। তবে আপনারা 1 লাখ 10 হাজার 509 টাকার অন রোড দামে এটি কিনতে পারবেন। তবে আপনারা যদি নগদে কিনতে না চান সেক্ষেত্রে, ফাইন্যান্স প্ল্যানের সুবিধা নিতে পারেন। এটি অল্প টাকা ডাউন পেমেন্ট করে এই নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন।
TVS Raider-এর ফাইন্যান্স প্ল্যান
এই স্পোর্টি ডিজাইনের কমিউটার বাইকের এক্স শোরুম দাম 99 হাজার 509 টাকা। আপনারা 11 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এটি বাড়িতে আনতে পারবেন। তবে সেক্ষেত্রে 3 বছরের জন্য 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে 3 হাজার 197 টাকা করে EMI দিতে হবে।