Bike Loan

TVS Raider 125: পকেটে টাকা কম? নো টেনশন! পকেটে 14 হাজার টাকা থাকলেই টিভিএস-র ফাটাফাটি বাইক ঘরে!

Aindrila Dhani

Published on:

tvs-raider-125-bike-2024

TVS Raider 125: ভারতীয় বাজারে বিভিন্ন সেগমেন্টের বাইক উপস্থিত রয়েছে। কিন্তু বর্তমানে 125cc ইঞ্জিন যুক্ত বাইকের চাহিদা অনেকটাই বেশি। বিশেষ করে পূর্ব ভারতে হু হু করে বিক্রি হচ্ছে এই সেগমেন্টের বাইক। আপনিও কি চাইছেন এমন কোনও বাইক কিনতে? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।

125cc সেগমেন্টে সারা ফেলতে এন্ট্রি নিয়েছে এই আপডেটেড মডেল। বর্তমানে এই সেগমেন্টের চাহিদা ভারতীয় বাজারে খুব বেশি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি TVS Raider 125-এর সম্পর্কে। এতে আধুনিক টেকনোলজির পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচারের সমাহার। এই বাইক চালানোর সময় যা আপনাকে অনেক সাহায্য করবে।

   

TVS Raider 125: ইঞ্জিন

এই বাইকে 124.4‌ সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 11 বিএইচপি শক্তি ও 12 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে। প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে TVS Raider 125।

TVS Raider 125: ফিচার্স

এই বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। TVS Raider 125-এ অ্যানালগ স্পিডোমিটর, অ্যানালগ ওডোমিটার, অ্যানালগ ট্রিপমিটার, সেল্ফ স্টার্ট বাটন, সাইড ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এলইডি হেড ল্যাম্প, এলইডি ব্রেক টেইল ও ফিউল ইঞ্জেক্টেড টেকনোলজির ব্যবহার করা হয়েছে।‌

TVS Raider 125: দাম

দামের কথা বলতে গেলে, TVS Raider 125-এর অন রোড দাম 1 লাখ 11 হাজার টাকা। এই বাইক 14 হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি আনতে পারবেন। সেক্ষেত্রে 8 শতাংশ সুদের হারে 4 বছরের জন্য প্রতি মাসে 2 হাজার 759‌ টাকা করে কিস্তি জমা করতে হবে।‌