Bike Loan

TVS NTorq 125: নামি দামি স্কুটিকে ধরাশায়ী করবে টিভিএস! চেহারায় মন জিতেছে চালকদের, দাম শুনলে চমকে যাবেন

Aindrila Dhani

Published on:

tvs-ntorq-125-scooty-2024

TVS NTorq 125 : 2024 সালে এসে স্কুটারের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। আপনারা যদি নতুন স্কুটার কিনতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। ভারতের রাস্তায় আপনারা বিভিন্ন ধরনের স্কুটার দেখতে পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানি এখানে বছরের পর বছর ধরে ব্যবসা করে চলেছে। এই কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম হল TVS। এই কোম্পানির নতুন মডেল TVS NTorq 125 আপনাদের মন জিততে চলে এসেছে। জেনে নিন বিস্তারিত।

ভারতীয় অটোমোবাইল বাজারে টু-হুইলার সেক্টরের রমরমা। দুর্দান্ত বৈশিষ্ট্য সহ TVS Motors তাদের NTorq-এর 2024 সালের নতুন মডেল লঞ্চ করেছে। এতে আপনারা দীর্ঘ মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। দামের দিক থেকেও বেশ সস্তা এটি। বিভিন্ন কোম্পানি এখানে বছরের পর বছর ধরে ব্যবসা করে চলেছে। এই কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম হল TVS। এই স্কুটারটি 125cc সেগমেন্টের দুর্দান্ত একটি মডেল। এতে এডভান্স ফিচারের পাশাপাশি রয়েছে দুর্দান্ত লুক। এটি প্রায় 55 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

   

TVS NTorq 125: ফিচার্স

সবার প্রথমে আমরা এই টু-হুইলারের ফিচার্স সম্পর্কে কথা বলব। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে। এছাড়া পর্যাপ্ত বুট স্পেস দিয়েছে কোম্পানি। এই স্কুটারে এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইট রয়েছে। সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি।

TVS NTorq 125: ইঞ্জিন

এই বাইকে 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 10.6 বিএইচপি শক্তি ও 10.8 এনএম টর্ক উৎপাদন করতে পারে। প্রতি লিটার পেট্রোলে TVS NTorq 125 প্রায় 55 কিলোমিটার থেকে 60 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

TVS NTorq 125: দাম

দামের কথা বলতে গেলে, TVS NTorq 125 বাজেট ফ্রেন্ডলি দামে বাজারে আনা হয়েছে। এর দাম শুরু হয়েছে 86 হাজার 871 টাকা থেকে।