Bike Loan

BMW কে টক্কর দেবে TVS, Norton এর সাথে হাত মিলিয়ে Apache সিরিজ আপডেট করবে TVS!

Aindrila Dhani

Published on:

TVS Apache RTR Norton

2022 সালে TVS 995 কোটি টাকা Norton এ বিনিয়োগের ঘোষণা করেছিল। এরপর এই কোম্পানিটি TVS কিনে নেয়। এই বিনিয়োগের মাধ্যমে TVS তার টেকনোলজি আর ম্যানুফ্যাকচারিং ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। তবে এই বাইক ভারতে কবে লঞ্চ হবে, সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। তবে Auto Expo 2024 এ প্রথমবারের জন্য Norton এর স্পোর্টস বাইক সামনে আনা হয়। এই বাইকে 1200 cc র ইঞ্জিন যুক্ত করা হয়েছে।

এই নতুন বাইকের মাধ্যমে TVS, BMW র সাথে প্রতিযোগিতা করতে চায়। তবে আপনাদের জানিয়ে রাখি, TVS আর BMW পার্টনারশিপ কোম্পানি। সম্প্রতি BMW র 300 cc র বাইকের অনুসরণে TVS Apache 310 RR এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। তাই TVS যদি Norton এর বাইক ভারতে লঞ্চ করে তাহলে সরাসরি BMW র সাথে টক্কর লাগবে। এই কারণে TVS এখন ভারতে Norton এর মডেলটি লঞ্চ করতে চাইছে না।

তবে আশু ভবিষ্যতে Norton এর বাইক ভারতে দেখা যেতে পারে। 1898 সালে এই কোম্পানি প্রতিষ্ঠা হয়। তার পর থেকে আজ পর্যন্ত এটি ব্রিটেনের সব থেকে জনপ্রিয় বাইকের মধ্যে থেকে অন্যতম। 125 বছর ধরে এই কোম্পানি বাইক ম্যানুফ্যাকচার করে চলেছে। এই সুদীর্ঘ সময়ে Norton বহু ওঠা পড়া দেখেছে। এবার TVS এই কোম্পানির সাথে হাত মিলিয়েছে। Norton অ্যাডভান্স বাইক বানিয়ে থাকে। এই নতুন মডেলের সুবিধা TVS ও পাবে। দুর্দান্ত টেকনোলজি আর অ্যাডভান্স ফিচারের গাড়ি নির্মাণ করে Norton। TVS এই টেকনোলজি ব্যবহার করে তাদের Apache সিরিজ আপডেট করতে পারবে।