Bike Loan

TVS Motors: বিদেশি বাইক কে টেক্কা দেবে এবার টিভিএস! দেখলেই কিনতে ইচ্ছে করে, কোথায় পাবেন?

Aindrila Dhani

Published on:

tvs-motors-will-now-sell-bikes-in-italy

TVS Motors Italy: বিশ্বের চতুর্থ সবথেকে বড় টু-হুইলার ও থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হল TVS Motors। এবার এই কোম্পানি ইতালিয়ান মার্কেটে নামতে চলেছে। এই ব্র্যান্ড ইটালিতে TVS Apache RTR 310, NTorq, Jupiter 125, Ronin 250, RR 310, Raider লঞ্চ করবে। এছাড়া দুটি ইলেকট্রিক স্কুটারের নামও এই তালিকায় রয়েছে। যথা:- iQube ও‌ TVS X। এর পাশাপাশি ইলেকট্রিক বাইকের রেঞ্জও রয়েছে। TVS Motors-এর প্রোডাক্ট এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার 80 শতাংশ দেশে উপলব্ধ রয়েছে।

TVS Motors ইটালিতে তাদের ব্রাঞ্চ অফিস TVS Motors Italia খুলছে। এর নেতৃত্বে থাকবে Giovanni Notarbartolo di Furnari। TVS জানিয়েছে, ইটালি, লাতিন আমেরিকা, সৌদি আরব আমিরাত ও ইউরোপের বড় বড় অটোমোটিভ কোম্পানি থেকে ম্যানেজেরিয়াল ভূমিকার ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে।‌ TVS Motors-এর হেড গ্রুপ স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট শারদ মোহন মিশ্রা জানিয়েছেন, ইতালিয়ান মার্কেটে তাঁদের কোম্পানির ব্যবসায়িক প্রসারণ আসলে বিশ্ববাজারে নিজেদের জায়গা স্পষ্ট করার কৌশলগত পদক্ষেপ।

ইটালির স্বয়ংচালিত সংস্কৃতি আর অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা তাঁদের কোম্পানিকে পণ্যের প্রসারণে‌ সাহায্য করবে। তিনি আরও বলেন, ইতালিয়ান গ্রাহকদের সাথে নিজেদের কোম্পানির‌ প্রোডাক্টের পরিচয় ঘটাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। TVS Motors গত বছর বিশ্ব বাজারে 4 মিলিয়ন গ্রাহকদের মন জিতে নিয়েছিল। এবার তারা ইতালিয়ান গ্রাহকদের মনও জিততে চাইছে।

2023 সালের নভেম্বরে এই কোম্পানি ইউরোপীয় বাজারে প্রবেশ করেছিল। যা তাদের ডিজাইন, টেকনোলজি ও সার্ভিসকে আরও উন্নত করতে সাহায্য করেছে। TVS Motors ইউরোপে Emil Frey Group-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে প্রোডাক্ট লঞ্চ করেছিল। একই সময়ে এই কোম্পানি ভিয়েতনামী বাজারেও তাদের ব্যবসার প্রসারণ ঘটায়। প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করার জন্য TVS Motors এই দেশে Minh Long Motors-এর সাথে পার্টনারশিপ করেছিল।