বাজারে নামিদামি কোম্পানির বাইক রয়েছে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ সস্তায় ভালো মাইলেজের বাইক কিনতে চান। এমনই একটি মডেল এবার টিভিএস নিয়ে এসেছে। সম্প্রতি টিভিএস মোটরস্ ভারতীয় বাজারে নিয়ে এসেছে TVS HLX 150।
TVS HLX 150 প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচার্সের সুবিধা। 150cc সেগমেন্টের এই বাইকে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন।
TVS HLX 150: ফিচার্স
সবার প্রথমে আমরা টিভিএস-এর এই আসন্ন বাইকের অ্যাডভান্স ফিচার সম্বন্ধে কথা বলব। এর লুক সিম্পলের মধ্যে রেখেছে কোম্পানি। কিন্তু সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে। এতে আপনারা দুর্দান্ত ব্রেকিং সিস্টেম ও প্যাসেঞ্জার ফুটরেস্ট পেয়ে যাবেন। এছাড়া হ্যালোজেন লাইট, টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার আর আরামদায়ক সিট।
TVS HLX 150: পারফরম্যান্স
এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা 147.49cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। যা 8.9 কিলোওয়াট শক্তি ও 12.3 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। প্রতি লিটার পেট্রোলে 67 কিলোমিটার মাইলেজ দিতে পারে TVS HLX 150।
TVS HLX 150: দাম
দামের কথা বলতে গেলে, TVS HLX 150 বিভিন্ন ভ্যারিয়েন্ট ও আলাদা আলাদা রঙে বাজারে উপলব্ধ করা হবে। তাই দাম সে ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কিন্তু বর্তমানে এই বাইকটি কেনার জন্য আপনাদের ন্যূনতম 1.81 লাখ টাকার আশেপাশে খরচ হতে পারে। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে এই বাইকটি কিনতে পারেন।