Bike Loan

TVS CNG Scooter: তেলের খরচ কমবে 50%, টিভিএস এর ধুরন্দর স্কুটি! একেবারে জলের দরে বাজারে

Aindrila Dhani

Published on:

tvs-cng-scooter-price

বাজাজ অটো বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে। লঞ্চ করেছে বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল। এই মডেলটির নাম বাজাজ ফ্রিডম 125। এবার বাজাজের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম টিভিএস মোটর এই ফিল্ডে নামতে চলেছে। তারাও সিএনজি টু হুইলার বিশ্বব্যাপী ম্যানুফ্যাকচার করার প্রস্তুতি নিচ্ছে।

   

টিভিএস মোটর গত বেশ কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানি অল্প সময়ে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই কোম্পানি বিকল্প ফিউল টেকনোলজি নিয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করছে। অনলাইন রিপোর্ট অনুযায়ী, টিভিএস মোটর সিএনজি নিয়ে এবার কাজ করার প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত, তাদের জুপিটার স্কুটার এই ফিউল টেকনোলজির দেখা মিলতে পারে।

TVS Motor সিএনজি স্কুটার লঞ্চ করতে চলেছে ভারতে

সূত্র অনুযায়ী, ইতিমধ্যে কোম্পানি এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এটি 125সিসির একটি সিএনজি স্কুটার হতে চলেছে। মডেলটির কোড নেম U740। 2024-এর শেষের দিকে এটি লঞ্চ হতে পারে। তবে খুব বেশি দেরি হলেও 2025 সালের প্রথমার্ধের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, টিভিএস মাসিক 1 ইউনিট গ্যাস চালিত স্কুটার বিক্রি করার টার্গেট নিয়েছে। এর মাধ্যমে কোম্পানি ক্রেতাদের ফিউল টেকনোলজিতে বেশকিছু বিকল্প দেওয়ার চেষ্টা করছে।

কত দাম TVS Jupiter CNG স্কুটারের?

টিভিএস মোটরের একজন অধিকর্তা জানিয়েছেন, তাঁরা চলতি বছরে আরেকটি ইলেকট্রিক বাহন লঞ্চ করার প্ল্যান করেছে। এই নিয়ে আপাতত তাঁরা কাজ করছেন। কোম্পানি ইতিমধ্যে TVS iQube-এর কয়েকটি ভ্যারিয়েন্ট এই বছর লঞ্চ করেছে। এই কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও দেশের মধ্যে সবথেকে ভিন্ন। এটি বিএমডব্লিউ-র জন্য একটি ইলেকট্রিক বাইকও তৈরি করেছিল। আমাদের দেশের তৃতীয় সবথেকে বৃহৎ টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হল টিভিএস।

আর ভারতের দ্বিতীয় সবথেকে বড় স্কুটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি বছরে 10 লাখ ইউনিটের আশেপাশে মোটরসাইকেল আর 5 লাখ ইউনিটের আশেপাশে মোপেড বিক্রি করে। জুপিটার 125-এর এক্স শোরুম দাম 79 হাজার 299‌ টাকা থেকে 90 হাজার 480 টাকার মধ্যে দাম। জুপিটার সিএনজির দাম বাজাজ সিএনজির রেঞ্জেই রাখা হতে পারে।