Bike Loan

TVS Apache RTR 160 Racing Edition: ঝাঁ চকচকে বাইক নিয়ে বাজারে টিভিএস! দেখতে দুর্দান্ত ফিচারও ফাটাফাটি, কম দামে সেরা বাইক

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-160-racing-edition-launched

টিভিএস মোটর ভারতে Apache RTR 160-এর নতুন রেসিং সংস্করণ লঞ্চ করেছে। মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে 1.5 লাখ টাকার কম। এটি বাইকের সবচেয়ে ব্যয়বহুল ভ্যারিয়েন্ট হতে চলেছে। এটি আগের ডুয়াল ডিস্ক ব্রেক এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ পূর্বের টপ-এন্ড ট্রিমের তুলনায় দামি। যার দাম ছিল 1 লাখ 27 হাজার 220 টাকা (এক্স শোরুম)।

TVS Apache RTR 160 Racing Edition-এর ডিজাইন

রেসিং এডিশনটিকে আলাদা করার জন্য ম্যাট কালো রঙের স্কিম দেওয়া হয়েছে। যার ফিউল ট্যাঙ্ক এবং টেইল সেকশনে লাল এবং ধূসর রেখা রয়েছে। এর সাথে রয়েছে কার্বন ফাইবার, রেসিং এডিশন লোগো সহ রেসিং অনুপ্রাণিত গ্রাফিক্স। এছাড়াও, লাল অ্যালয় হুইল রয়েছে যা এর দৃশ্যগত আবেদনকে আরও আকর্ষণীয় করে তোলে। বাকি দিকগুলিতে রেসিং সংস্করণটি আগের টপ এন্ড ভ্যারিয়েন্টের মতোই।

   

TVS Apache RTR 160 Racing Edition-এর ফিচার্স

এতে শালীনভাবে ফিচার লোড করা হয়েছে। এই সংস্করণে একটি এলসিডি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্টেন্স, টার্ন বাই টার্ন নেভিগেশন, তিনটি রাইডিং মোড, গ্লাইড থ্রু টেকনোলজি (জিটিটি), একটি এলইডি হেডল্যাম্প এবং টেল ল্যাম্প রয়েছে। হার্ডওয়্যারের কথা বলতে গেলে, এতে 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এছাড়া টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল স্প্রিং রেয়ার সাসপেনশন রয়েছে। ব্রেকিং ডিউটির জন্য উভয় প্রান্তে পেটাল ধরনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

TVS Apache RTR 160 Racing Edition-এর ইঞ্জিন

এই বাইকটিতে 159.7cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 15.82 bhp শক্তি এবং 13.85 Nm টর্ক তৈরি করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে।

TVS Apache RTR 160 Racing Edition-এর দাম

Apache RTR 160 রেসিং সংস্করণের দাম রাখা হয়েছে 1 লাখ 28 হাজার 720 টাকা।