Bike Loan

TVS Apache RTR 160: দেশের সবথেকে সস্তার বাইক! রুপে গুনে খাসা, রাতের ঘুম ওড়াবে যুবকদের

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-160-bike-price

TVS Apache RTR 160: Bajaj Pulsar-কে গোল দেবে TVS Apache। এই টু-হুইলারের নজরকাড়া লুক, ভালো মাইলেজ আর অ্যাডভান্স ফিচার্স হার মানিয়ে দেবে KTM কে। ভারতীয় টু-হুইলার মার্কেটের অন্যতম জনপ্রিয় কোম্পানি হল TVS Motors। এই কোম্পানির বাইকের স্পোর্টি লুক আর শক্তিশালী পারফরম্যান্স গ্রাহকদের বেশ পছন্দের।

TVS Apache RTR 160 বাইক সম্পর্কে বলতে গেলে, এটি TVS Motors-এর এন্ট্রি লেভেল স্পোর্টস বাইকগুলির মধ্যে থেকে অন্যতম। এই স্পোর্টস বাইক দারুণ পারফরম্যান্স দিয়ে থাকে। এর ডিজাইন অ্যাগ্রেসিভের মধ্যে রাখা হয়েছে। তাই যুবকদের অন্যতম প্রিয় মডেল এটি। 159cc ইঞ্জিন সহ এটি বাজারে পেয়ে যাবেন। লং ড্রাইভে যাওয়ার জন্য বেশ ভালো বিকল্প এই বাইক। পাশাপাশি এর দীর্ঘ মাইলেজ আপনাদের পেট্রোলের অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা করবেন।

TVS Apache RTR 160: পারফরম্যান্স

2024 TVS Apache RTR 160-তে আপনারা 159.7cc-র অয়েল কুল্ড, 4 ভালভ ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 17.63 Ps শক্তি আর 14.8 Nm টর্ক জেনারেট করতে পারে। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। যা স্মুথ গিয়ার শিফ্টিংয়ে সাহায্য করবে।

TVS Apache RTR 160: মাইলেজ

এই বাইকের বিশেষত্ব এর মাইলেজ। এর সাহায্যে আপনারা কম বাজেটে লং ড্রাইভে যেতে পারবেন‌। পাশাপাশি এতে রয়েছে আরামদায়ক সিট। যা লং ড্রাইভে আপনাদের ক্লান্ত হতে দেবে না। TVS Apache RTR 160 প্রতি লিটার পেট্রোলে 45 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

TVS Apache RTR 160: ডিজাইন ও ফিচার্স

এগ্রেসিভ আর স্পোর্টি লুকের বাইক কিনতে চাইলে TVS Apache RTR 160 বেছে নিতে পারেন। এই বাইকে সুরক্ষার জন্য 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে সম্পূর্ণ এলইডি হেড ল্যাম্প, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক আর তীক্ষ্ণ লুকের টেইল সেকশন রয়েছে। এই মডেলে ব্লুটুথ কানেক্টিভিটিসহ এলসিডি স্ক্রিন আর তিনটি রাইডিং মোড রয়েছে।

TVS Apache RTR 160: দাম

দামের কথা বলতে গেলে, 2024 TVS Apache RTR 160-র এক্স শোরুম দাম 1.2 লাখ টাকা। টেস্ট রাইডের জন্য নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।