TVS Apache RTR 160 4V: এখন বাজারে কমিউটার বাইকের মতো এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক কিনতে বেশ পছন্দ করছেন। এই কারণে টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি এই সেগমেন্টে একের পর এক নতুন বাইক লঞ্চ করছে। এখন যদি আমরা TVS Motors-এর সম্পর্কে কথা বলি, এই কোম্পানি এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক সেগমেন্টে বাইক পেশ করেছে। আমরা কথা বলছি TVS Apache RTR 160 4V-র সম্পর্কে।
এই স্পোর্টস বাইকের মাস্কুলার ডিজাইন যুবকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। এর পাশাপাশি TVS Apache RTR 160 4V-এ 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। প্রতি লিটারে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারেনি এই মডেলটি। অতিরিক্ত সুরক্ষার জন্য এই বাইকে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে।
TVS Apache RTR 160 4V বাইকের লুক
এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক সেগমেন্টে TVS Apache RTR 160 4V বেশ জনপ্রিয়। এই বাইকের মাস্কুলার ডিজাইনের জন্য মডেলটিকে বেশ অ্যাগ্রেসিভ দেখতে লাগে। এতে আপনারা দুর্দান্ত পারফরম্যান্স পেয়ে যাবেন। এছাড়া TVS Apache RTR 160 4V বেশ জোরে দৌড়াতে পারে।
TVS Apache RTR 160 4V বাইকের ইঞ্জিন
TVS Apache RTR 160 4V মাস্কুলার একটি বাইক। এতে মোট পাঁচটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। TVS Apache RTR 160 4V-তে 159.7cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 19 Ps শক্তি ও 14.2 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত আছে।
TVS Apache RTR 160 4V বাইকের মাইলেজ
পেট্রোলের উর্ধ্বমুখী দামের কারণে বেশি মাইলেজ সম্পন্ন বাইকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। TVS Apache RTR 160 4V প্রতি লিটারে 49.8 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
TVS Apache RTR 160 4V বাইকের ফিচার্স
কোম্পানির এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক TVS Apache RTR 160 4V-র সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া অতিরিক্ত সুরক্ষার জন্য এই বাইকে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। সাসপেনশনের দিক থেকে বেশ অ্যাডভান্স এই মডেলটি। এর রাইডিং আরামদায়ক।
TVS Apache RTR 160 4V বাইকের দাম
দামের কথা বলতে গেলে, TVS Apache RTR 160 4V-র এক্স শোরুম দাম 1 লাখ 24 হাজার 870 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি চাইলে ফাইনাঞ্চে করতে পারেন সেখতে আপনাকে 36 মাসের জন্য প্রতি মাসে 3,626 টাকা শোধ করতে হবে।