TVS Apache RTR 160 4V Black Edition: TVS Motors সম্প্রতি তাদের Apache RTR 160 4V মডেলের ব্ল্যাক এডিশন ভারতে লঞ্চ করেছে। এই নতুন এডিশন Apache RTR 160 4V-র স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের থেকে ভিজুয়ালি খানিকটা আলাদা। তবে মেকানিক্যাল দিক থেকে কোন পার্থক্য নেই।
Apache RTR 160 4V ব্ল্যাক এডিশনের লুক ও ডিজাইন
এই নতুন ভার্সন সম্পূর্ণ ব্ল্যাক থিমের উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে। এর বডি ওয়ার্ক থেকে শুরু করে সাইকেল পার্ক সবকিছুতেই আপনারা ব্ল্যাক দেখতে পাবেন। কোম্পানি এই বাইকটিকে ‘ক্লিন’ লুক দেওয়ার চেষ্টা করেছে। ফলে এর সম্পূর্ণ বডিতে আপনারা কোন গ্রাফিক্স ওয়ার্ক দেখতে পাবেন না। তবে এই বাইকের ট্যাংকে কোম্পানির লোগো দেওয়া আছে। এছাড়া সাইড প্যানেলে ‘Apache’ আর টেইল সেকশনে ‘RTR 160 4V’ লেখা স্টিকার রয়েছে। এই ধরনের ছোটখাটো পরিবর্তন ছাড়া, Apache RTR 160 4V মডেলের ব্ল্যাক এডিশনে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের তুলনায় তেমন কোন পরিবর্তন করা হয়নি।
Apache RTR 160 4V ব্ল্যাক এডিশনের ফিচার্স
এই বাইকে আপনারা 3 টি রাইডিং মোড পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে অনেক এডভান্স ফিচার। যেমন- ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, LED হেড ল্যাম্প, LED টেইল ল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি ও গ্লাইড থ্রো টেকনোলজি।
Apache RTR 160 4V ব্ল্যাক এডিশনের ইঞ্জিন
Apache RTR 160 4V ব্ল্যাক এডিশনে অন্যান্য ভেরিয়েন্টের মতো 159.7cc-র অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 17.31 bhp শক্তি ও 14.73 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথেই রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এই বাইক বেশ হালকা। এর কার্ব ওয়েট 144। এতে 12 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি আছে।
Apache RTR 160 4V ব্ল্যাক এডিশনের দাম
Apache RTR 160 4V ব্ল্যাক এডিশনের এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা। আর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1 লাখ 25 হাজার 459 টাকা।