Bike Loan

TVS Apache RTR 160 4V: পূরণ হবে স্পোর্টস বাইকের স্বপ্ন! প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন, খরচ মাত্র 25 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-160-4v-bike

TVS Apache RTR 160 4V : ভারতের যুবসমাজ এখন বাইকের দিকে ঝুঁকেছে। বিশেষ করে স্পোর্টস বাইক তাদের ভীষণ পছন্দের। ভারতের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের। তাই বহু যুবক সংসার খরচ সামলিয়ে নিজের বাইক কেনার শখ আর পূরণ করে উঠতে পারছে না।

এবার নিজেদের বাজেটে স্পোর্টস বাইক কিনতে পারবেন। লাখ লাখ যুবকের স্বপ্ন পূরণ করতে চলে এসেছে TVS Apache RTR 160 4V। আকর্ষণীয় চেহারা ও দীর্ঘ মাইলেজ সহ এই বাইকটি ভারতীয়দের মন জিতেছে। এতে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া ফোন চার্জিংয়ের সুবিধা রয়েছে এই মডেলে।

   

TVS Apache RTR 160 4V: ফিচার্স

এগ্রেসিভ আর স্পোর্টি লুকের বাইক কিনতে চাইলে TVS Apache RTR 160 বেছে নিতে পারেন। এই বাইকে সুরক্ষার জন্য 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে সম্পূর্ণ এলইডি হেড ল্যাম্প, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক আর তীক্ষ্ণ লুকের টেইল সেকশন রয়েছে। এই মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি স্ক্রিন আর তিনটি রাইডিং মোড রয়েছে। এর পাশাপাশি এলইডি হেড ল্যাম্প ও এলইডি টেবিল ল্যাম্প রয়েছে।

TVS Apache RTR 160 4V: ইঞ্জিন

এই বাইকে 159.7cc-র অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা বেশ শক্তিশালী। এই ইঞ্জিন 9250 rpm-এ 17.63 Ps শক্তি ও 7250 rpm-এ 14.80 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। এতে আপনারা 3টি রাইডিং মোড পেয়ে যাবেন। যথা :- স্পোর্ট, আরবান ও রেইন। TVS Apache RTR 160 4V প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

TVS Apache RTR 160 4V: দাম

এই বাইকটি মাত্র 1.70 লাখ টাকার এক্স শোরুম দামে উপলব্ধ। তবে 25 হাজার টাকার ডাউন পেমেন্ট করে এটি আপনারা কিনতে পারবেন।