TVS Apache RTR 160 4V: ভারতের যুবসমাজ এখন বাইকের দিকে ঝুঁকেছে। বিশেষ করে স্পোর্টস বাইক তাদের ভীষণ পছন্দের। ভারতের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের। তাই বহু যুবক সংসার খরচ সামলিয়ে নিজের বাইক কেনার শখ আর পূরণ করে উঠতে পারছে না।
তবে এবার নিজেদের বাজেটে স্পোর্টস বাইক কিনতে পারবেন। লাখ লাখ যুবকের স্বপ্ন পূরণ করতে চলে এসেছে TVS Apache RTR 160 4V। আকর্ষণীয় চেহারা ও দীর্ঘ মাইলেজ সহ এই বাইকটি ভারতীয়দের মন জিতেছে। এতে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া ফোন চার্জিংয়ের সুবিধা রয়েছে এই মডেলে।
TVS Apache RTR 160 4V: ফিচার্স
এই মডেলে দুর্দান্ত কিছু ফিচার আপনারা পেয়ে যাবেন। কোম্পানি TVS Apache RTR 160 4V-তে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল অডোমিটার, ফিউল গেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এছাড়া নিজের ইলেকট্রিক ডিভাইস চার্জের জন্য ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। এই বাইকে আরামদায়ক সিট আর ডবল ডিস্ক ব্রেক দিয়েছে কোম্পানি। রাতে বাইক ড্রাইভ করার সময় যাতে অসুবিধা না হয়, সেজন্য TVS Apache RTR 160 4V-তে এলইডি হেড লাইট রয়েছে। এই টু-হুইলারে টিউবলেস টায়ার রয়েছে।
TVS Apache RTR 160 4V: ইঞ্জিন
এখন আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলে নেব। আপনাদের জানিয়ে রাখি, এই মডেলে 159.7সিসির অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 17.63 পিএস শক্তি ও 14.73 এনএম টর্ক উৎপাদন করতে পারে। TVS Apache RTR 160 4V-র শক্তিশালী ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এই বাইক প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 114 কিলোমিটার বেগে ছুটতে পারে।
TVS Apache RTR 160 4V: দাম
এবার আমরা টিভিএস মোটরসের এই বাইকটির দাম সম্পর্কে কথা বলব। TVS Apache RTR 160 4V-র এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা থেকে শুরু হয়েছে। আপনি চাইলে এই বাইকটি কিনতে পারেন। এতে কিন্তু বেশ সাশ্রয়ী ফাইন্যান্স প্ল্যানের সুবিধা রয়েছে।