TVS Apache RTR 125: বর্তমান সময়ে ভারতীয় বাজারে বাইকের চাহিদা অনেক বেড়ে গেছে। বিশেষ করে 125 সিসি সেগমেন্টের বাজার এখন রমরমা। ভারতের বেশকিছু রাজ্যে এই সেগমেন্টের বাইক প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি দামে স্পোর্টি লুকের বাইক কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
টিভিএস মোটর্স একটি জনপ্রিয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি এবার নিয়ে এসেছে TVS Apache RTR 125। কম দামে স্পোর্টি লুক পেয়ে যাবেন এই মডেলে। এছাড়া দুর্দান্ত পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিনের। এই টু-হুইলারে এডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। যদিও এই মডেলটি এখনও ভারতীয় বাজারে লঞ্চ হয়নি। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাজার কাঁপাতে আসছে এটি। লঞ্চ হওয়ার পর KTM Duke-এর অবস্থা টাইট করে দেবে এই বাইক।
TVS Apache RTR 125: ফিচার্স
টিভিএস মোটরসের এই বাইকের আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, টিউবলেস টায়ার ইত্যাদি পেয়ে যাবেন। এর পাশাপাশি রাতে বাইক চালাতে সুবিধার জন্য এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইটের ব্যবস্থা রেখেছে কোম্পানি। এই মডেল এ আপনারা সুরক্ষার জন্য ডাবল চ্যানেল ABS আর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন।
TVS Apache RTR 125: ইঞ্জিন
ভালো পারফরমেন্সের জন্য ইঞ্জিন শক্তিশালী হওয়া ভীষণ দরকার। কোম্পানি এই মডেলে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনের ব্যবহার করেছে। এই ইঞ্জিন শক্তিশালী পাওয়ার ও টর্ক জেনারেট করতে সক্ষম। মাইলেজের দিক থেকেও বেশ ভালো TVS Apache RTR 125।
TVS Apache RTR 125: লঞ্চ
বাইকটি এখনও লঞ্চ হয়নি তাই আমরা দাম সম্পর্কে কোন তথ্য জানাতে পারছি না। এই বাইক ভারতীয় বাজারে স্পোর্টি লুক সহ বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে লঞ্চ করা হবে। তবে কোম্পানি এই বাইকের লঞ্চ সম্পর্কে কোন তথ্য সামনে আনেনি। অনলাইন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, TVS Apache RTR 125 ভারতীয় বাজারে 2025 সালের প্রথম দিকে লঞ্চ হতে পারে।