দুর্ধর্ষ স্পোর্টস বাইক! মারকাটারি লুক এবং দুর্দান্ত মাইলেজ সহ লঞ্চ হল TVS Apache RR200, অন-রোড প্রাইজ কত?

TVS Apache RR200

তরুণ প্রজন্মের অনেকেই স্পোর্টস বাইক বিশেষ পছন্দ করছে। বর্তমানে স্পোর্টস বাইকের মডেলে KTM RC200, Karizma XMR 210 আর Pulsar RS200 উপলব্ধ রয়েছেন। এবার এই তালিকায় নাম লেখাতে পারে TVS। TVS তাদের নতুন Apache RR200 মডেল স্পোর্টস বাইকের ফিচার সহ লাঞ্চ করতে পারে। জেনে নিন বিস্তারিত।

TVS Apache RR200 এর ফিচার সহ অন্যান্য তথ্য

TVS Apache RR200 তার বেশিরভাগ হার্ডওয়্যার Apache RTR 200 4V মডেল থেকে অনুকরণ করেছে। এই নতুন মডেলে 197.75 cc, oil cooled, Fi ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 20.82 PS শক্তি ও 17.25 Nm টর্ক উৎপাদন করে। তবে সর্বাধিক সত্যি Sport mode -এ জেনারেট হয়।

এই বাইকে আপনারা তিনটি রাইডিং মোড পেয়ে যাবেন। যথা:- Sport, Urban ও Rain। Urban ও Rain mode এর ক্ষেত্রে 17.32 PS শক্তি ও 16.51 Nm টর্ক উৎপাদন হয়। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। প্রতি ঘন্টায় এই মডেলটির সর্বোচ্চ গতিবেগ 127 কিলোমিটার।

TVS Apache RR200 বাইকে front fascia ও front cowl mounted rear view mirrors রয়েছে। এছাড়া রয়েছে compact windscreen, sharp fairing, low seat handlebar। এই বাইকে স্পোর্টি গ্রাফিক্স লুক দেওয়া হয়েছে। এছাড়া এতে Sculpted fuel tank, Split seats, upswept exhaust ইত্যাদি দেখতে পেয়ে যাবেন।

টেকনিক্যাল দিক থেকে TVS Apache RR200 বাইকে থাকবে Bluetooth connectivity সহ digital instrument cluster। এই ফিচারে ব্যবহারকারী Call ও SMS alerts, Low fuel alert, crash alert, race telemetry সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন।

TVS Apache RR200 বাইকটির প্রতিদ্বন্দ্বী হল Pulsar RS200 ও Hero Karizma-র মতো মডেলগুলি। এই বাইকে double cradle split synchro stiff frame থাকবে। এই মডেলের সামনে telescopic fork যুক্ত করা হয়েছে। আর পিছন দিকে Monoshock suspension যুক্ত করা হয়েছে। এই মডেলের দুদিকেই 17 ইঞ্চির চাকা থাকতে পারে। সামনে ও পিছনে ডিস্ক ব্রেক থাকবে। সামনে 270 mm ও পিছনে 240 mm ডিস্ক ব্রেক থাকবে। এছাড়া adjustable brake, GTT, Slipper Clutch, double barrel exhaust ও clutch levers থাকবে।

TVS Apache RR200 বাইকের দাম

TVS তার RR200 মডেলের দাম সাশ্রয়ী রাখতে চলেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই সেগমেন্টের সব থেকে সাশ্রয়ী বাইক Bajaj Pulsar RS200। যার দাম 1 লাখ 72 হাজার টাকার মধ্যে। Hero Karizma-র দাম শুরু হচ্ছে 1 লাখ 80 হাজার টাকা থেকে আর KTM RC200 -র দাম শুরু হচ্ছে 2 লাখ 18 হাজার টাকা থেকে। এখনও পর্যন্ত TVS Apache RR200 মডেলের দাম জানা যায়নি।