TVS Apache RR 310: আপনি কি একটি স্টাইলিশ বাইক কেনার কথা ভাবছেন? এই সেগমেন্টে সবথেকে জনপ্রিয় মডেল হল TVS Apache RR 310। সম্প্রতি এই বাইকের আপডেটেড ভার্সন বাজারে লঞ্চ করেছে কোম্পানি। লুকের দিক থেকে KTM আর Kawasaki-কেও হার মানিয়ে দেবে এই বাইক। এতে আপনি 5টি রাইডিং মোড আর ক্রুজ কন্ট্রোলের মতো সুবিধা পেয়ে যাবেন।
বর্তমান সময়ে TVS একটি নামকরা টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। দুর্দান্ত লুক আর দারুন মাইলেজের মাধ্যমে যুবকদের মন জিতে নিতে এসেছে TVS Apache RR 310। ইতিমধ্যে এই বাইকটি ভারতে লঞ্চ হয়েছে। এতে মাস্কুলার বডিওয়ার্ক রাখা হয়েছে। এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের সাথে রয়েছে দুর্দান্ত মাইলেজ। যুবকদের এই বাইক পছন্দ হবে। এখন মাত্র 30 হাজার টাকায় এটি পাওয়া যাচ্ছে।
TVS Apache RR 310: ইঞ্জিন
টিভিএস মোটরসের এই বাইকটির কেবলমাত্র একটি ভ্যারিয়েন্ট বাজারে উপলব্ধ। তবে এতে আপনারা দুটি রঙের বিকল্প পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে 312.22cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, BS6 ইঞ্জিন ব্যবহার করেছ। এই ইঞ্জিন 9,700 rpm-এ 33.5 bhp শক্তি ও 7,700 rpm-এ 27.3 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটির সাথে 6 স্পিড ট্রান্সমিশন যুক্ত রয়েছে।
এতে আপনারা 11 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি পেয়ে যাবেন। TVS Apache RR 310 প্রতি লিটার পেট্রোলে 34.7 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এ বাইকটির ওজন 174 কেজি।
TVS Apache RR 310: ফিচার্স
এতে আপনারা আধুনিক ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে সম্পূর্ণ এইচডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওভার স্পিড ইন্ডিকেটর, এলইডি হেড ল্যাম্প, ডিস্ক ব্রেক, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টুইন পড হেড লাইট, সাইড স্ল্যাং এক্সজস্ট ইত্যাদি।
TVS Apache RR 310: দাম
এখন আপনারা বেশ কম দামে টিভিএস-এর এই বাইকটি পেয়ে যাবেন। ভারতীয় বাজারে TVS Apache RR 310-র এক্স শোরুম দাম 2.72 লাখ টাকা। তবে এর অন রোড দাম 3 লাখ 10 হাজার 702 টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে মডেলটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে 4 বছরের জন্য প্রতি মাসে 6 শতাংশ সুদের হার 6 হাজার 610 টাকা করে কিস্তি জমা করতে হবে।