Bike Loan

TVS Apache 310: চোখে পড়ার মতো চেহারা! তুখোড় ডিজাইনে টিভিএস-র চোখধাঁধানো বাইক, তাকাবে সবাই ঘাড় ঘুরিয়ে

Aindrila Dhani

Published on:

TVS Apache 310: ভারতীয় বাজারে চার চাকা গাড়ির তুলনায় দুই চাকা গাড়ি বেশি বিক্রি হয়। আসলে এখানকার রাস্তাঘাট সরু হওয়ার কারণে মূলত বাইক ও স্কুটার চালানো সহজ। এখনকার সময়ে বেশিরভাগ যুবক স্পোর্টস বাইক পছন্দ করেন। কিন্তু স্পোর্টস বাইকের দাম নেহাত কম নয়।

   

দেশীয় বাজারে নামিদামি বহু কোম্পানির স্পোর্টস বাইক উপলব্ধ রয়েছে। সম্প্রতি টিভিএস মোটর্স ভালো কোয়ালিটির বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক নিয়ে এসেছে। এটি আপনাদের জন্য দুর্দান্ত একটি বিকল্প। পারফরম্যান্সের বিচারে দাম খুব একটা বেশি নয়। আমরা কথা বলছি TVS Apache 310-এর সম্পর্কে।

TVS Apache 310: ফিচার্স

এই বাইকে আপনারা আধুনিক প্রযুক্তির ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে আপনারা মেসেজ এলার্ট ও কল অ্যালার্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি TVS Apache 310-তে আরামদায়ক সিট, সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক, এলইডি ইন্ডিকেটর, টিউবলেস টায়ার ইত্যাদি দেওয়া হয়েছে।

TVS Apache 310: ইঞ্জিন

এই বাইকে 312 সিসির লিকুইড কুল্ড ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন সর্বাধিক 33.5 বিএইচপি শক্তি ও 27.3 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটির সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। TVS Apache 310 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার বেগে ছুটতে পারে। মাইলেজের কথা বলতে গেলে, এই বাইক প্রতি লিটার পেট্রোলে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

TVS Apache 310: দাম

এই স্পোর্টস বাইক সাধারণ মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে আনা হয়েছে। এর এক্স শোরুম দাম 2 লাখ 72 হাজার টাকা। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন।