Bike Loan

TVS Apache 160: এবার হাতের নাগালেই টিভিএস-এর বাইক! চাবুক লুকে মন কেড়েছে চালকদের, ফিচারে মগ্ধ সবাই

Aindrila Dhani

Published on:

tvs-apache-160-emi details

TVS Apache 160: এখন ভারতীয় যুবকরা টিভিএস-এর বাইক বেশ পছন্দ করেন। আপনারা চাইলে মাত্র 2 হাজার 372 টাকার মাসিক কিস্তিতে TVS Apache 160 কিনতে পারেন। এই বাইকের আকর্ষণীয় লুক জনপ্রিয়তার প্রধান কারণ। আপনি যদি নতুন বাইকের খোঁজে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

আজকে আমরা কথা বলছি TVS Apache 160-র সম্পর্কে। এই বাইকটি ভারতীয় যুবকদের মধ্যে বেশ জনপ্রিয়। এতে আকর্ষণীয় লুকের পাশাপাশি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। টিভিএসের এই বাইক দুর্দান্ত মাইলেজ দিতে পারে। আপনারা চাইলে নিশ্চিন্তে এই বাইকটি কিনতে পারেন। এই বাইকের দাম খুব একটা বেশি নয়, কিন্তু নগদে কিনতে না চাইলে খুব অল্প কিস্তিতে TVS Apache 160 কিনতেই পারেন।

   

TVS Apache 160: ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলে নেব। TVS Apache 160-তে আপনারা 159.7cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 16.004 Ps শক্তি ও 13.85 Nm টর্ক উৎপাদন করতে পারে। প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি। গতিবেগের দিক থেকেও মডেলটি বেশ ভালো। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 107 কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইক।

TVS Apache 160: দাম

ফিচার আর পারফরম্যান্সের দিক থেকে দারুন এই মডেলটি। আকর্ষণীয় লুকের পাশাপাশি পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। ভারতীয় বাজারে এই বাইকটির অনেক চাহিদা। এর এক্স শোরুম দাম 1.11 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে TVS Apache 160-র টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.30 লাখ টাকা।

TVS Apache 160: ফাইন্যান্স প্ল্যান

আপনি যদি 1.11 লাখ টাকা খরচ করে TVS Apache 160 কিনতে না চান, সেক্ষেত্রে ফাইন্যান্স প্ল্যানের সাহায্যে এই বাইক কিনতে পারেন। মাত্র 20 শতাংশ ডাউন‌ পেমেন্ট করে এই বাইক কেনা যাবে। আপনি চাইলে 22 হাজার 254 টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। তাহলে 4 বছরের জন্য প্রতি মাসে 2 হাজার 372 টাকা কিস্তি জমা করতে হবে।