TVS Apache 125: বর্তমান সময়ে TVS Motors ভারতীয় বাজারে একের পর এক দুর্দান্ত কোয়ালিটির যানবাহন লঞ্চ করেই চলেছে। এর দৌলতে বেশ সফলতা লাভ করতে পেরেছে TVS Motors। আপনিও যদি এই কোম্পানির ভালো টু-হুইলার কেনার কথা ভেবে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনার কাজে লাগবে।
যেকোনো যানবাহন কেনার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা ভীষণ আবশ্যক। গাড়ি কেনার পর পস্তিয়ে কোন লাভ নেই। তাই আগেই সম্পূর্ণ তথ্য জেনে রাখুন। আজকে আমরা কথা বলব TVS Apache 125-এর সম্পর্কে। বর্তমানে ভারতীয় বাজারে 125cc সেগমেন্টের রমরমা। বিশেষ করে পূর্ব ভারতীয় অঞ্চলে এই ধরনের বাইকের চাহিদা চোখে পড়ার মতো। এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এটি মাত্র 5.9 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। 2024 সালে নতুন বাইক কিনতে চাইলে এর সম্বন্ধে জেনে নিন বিস্তারিত।
TVS Apache 125: ফিচার্স
কোম্পানি প্রিমিয়াম লুকের এই বাইকে ডুয়াল চ্যানেল ABS, ডুয়াল ব্রেকিং সিস্টেম, ডবল ক্র্যাডল চেসিস, টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক, স্পিডোমিটার, রেয়ার বডি গ্রাফিক্স, ডায়মন্ড কাট অ্যালয় হুইল, স্টাইলিশ হেডলাইট ইত্যাদি দেখতে পেয়ে যাবেন। এই বাইকটির ডিজাইন কিন্তু বেশ স্টাইলিশ।
TVS Apache 125: ইঞ্জিন
এই টু-হুইলারে 124.8cc-র শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে টিভিএস মোটরস্। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এটি প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া মাত্র 5.9 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে।
TVS Apache 125: দাম
এই বাইকটি আলাদা আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ। TVS Apache 125-এর বেস ভ্যারিয়েন্ট আপনারা মাত্র 90 হাজার টাকায় পেয়ে যাবেন।