Bike Loan

TVS Apache 125: 1 লাখের কমে সেরা বাইক টিভিএস এর! চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ

Aindrila Dhani

Published on:

বর্তমান সময়ে TVS Motors ভারতীয় বাজারে একের পর এক দুর্দান্ত কোয়ালিটির যানবাহন লঞ্চ করেই চলেছে। এর দৌলতে বেশ সফলতা লাভ করতে পেরেছে TVS Motors। আপনিও যদি এই কোম্পানির ভালো টু-হুইলার কেনার কথা ভেবে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনার কাজে লাগবে।

   

যেকোনো যানবাহন কেনার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা ভীষণ আবশ্যক। গাড়ি কেনার পর পস্তিয়ে কোন লাভ নেই। তাই আগেই সম্পূর্ণ তথ্য জেনে রাখুন। আজকে আমরা কথা বলব TVS Apache 125-এর সম্পর্কে। বর্তমানে ভারতীয় বাজারে 125cc সেগমেন্টের রমরমা। বিশেষ করে পূর্ব ভারতীয় অঞ্চলে এই ধরনের বাইকের চাহিদা চোখে পড়ার মতো। এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এটি মাত্র 5.9 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ ঘন্টা গতি তুলতে পারে। জেনে নিন বিস্তারিত।

TVS Apache 125: ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। এই বাইকে 125cc-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7,500 rpm-এ 11.2 bhp শক্তি ও 11.2 Nm টর্ক উৎপাদন করতে পারে। TVS Apache 125 মাত্র 5.9 সেকেন্ডে 60 কিলোমিটার/ ঘন্টা গতি তুলতে পারে।

TVS Apache 125 বাইকের ফিচার্স

ভারতীয় বাজারে TVS Apache 125-এ আপনারা দুর্দান্ত ফিচার্স পেয়ে যাবেন। এতে টপ কোয়ালিটির স্পেসিফিকেশন রয়েছে। এই বাইকে LED হেডলাইট, LED টেইল লাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও অয়েল বিল রয়েছে।

TVS Apache 125 বাইকের দাম

TVS Apache 125-এর এক্স শোরুম দাম 90 হাজার টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে ন্যূনতম ডাউন পেমেন্ট করেও এই বাইক বাড়িতে আনতে পারবেন।