TVS Apache 125 : আপনি কি 125cc সেগমেন্টে নতুন বাইক কিনতে চাইছেন? এই সেগমেন্টে একাধিক বাইক রয়েছে, যেমন – Bajaj Pulsar 125, TVS Apache 125, Hero Xtreme 125 R, Honda Shine 125 ইত্যাদি। এই ধরনের বাইক আপনি বাজেট ফ্রেন্ডলি দামে কিনতে পারবেন। 125cc ইঞ্জিনের বাইক ভারতে খুব বেশি পরিমাণে বিক্রি হয়। তবে আপনারা যদি আকর্ষনীয় লুক সহ বাজেট ফ্রেন্ডলি দামে এই ইঞ্জিনের বাইক কিনতে চান , তবে TVS Apache 125 মডেলটি কিনতে পারেন।
যেকোনো যানবাহন কেনার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা ভীষণ আবশ্যক। গাড়ি কেনার পর পস্তিয়ে কোনও লাভ নেই। তাই আগেই সম্পূর্ণ তথ্য জেনে রাখুন। আজকে আমরা কথা বলব TVS Apache 125-এর সম্পর্কে। বর্তমানে ভারতীয় বাজারে 125cc সেগমেন্টের রমরমা। বিশেষ করে পূর্ব ভারতীয় অঞ্চলে এই ধরনের বাইকের চাহিদা চোখে পড়ার মতো। এই বাইকে আপনি শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এটি মাত্র 5.9 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ ঘন্টা গতি তুলতে পারে। জেনে নিন বিস্তারিত।
TVS Apache 125: ইঞ্জিন
কোম্পানি এই বাইকে 124.8cc-র শক্তিশালী এয়ার কুল্ড, 4 স্ট্রোক ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 11 হর্সপাওয়ার শক্তি ও 10.8 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই বাইক প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দেয়।
TVS Apache 125: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, টিভিএস-এর এই অসাধারণ বাইকে দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। এতে আপনার ডুয়াল চ্যানেল ABS, ডুয়াল ব্রেকিং সিস্টেম, আরামদায়ক রাইডিং, ডবল ক্র্যাডল চেসিস, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, রিয়াল সাইট মোনোশক সাসপেনশন সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন।
TVS Apache 125: ফিচার্স
এই বাইকটির দাম মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। এটি আপনারা মাত্র 90 হাজার টাকায় কিনতে পারবেন।