Search the right Car & Bike

Tunwal TZ 3.3: দাম এক লাখেরও কম! যেমন মাইলেজ তেমনই ফিচার

tunwal-tz-3-3-price

এখন পেট্রোল চালিত বাইকের তুলনায় ইলেকট্রিক বাইকের চাহিদা অনেকটাই বেশি। ভারতীয় বাজারে ইতিমধ্যে বেশ কয়েকটি ইলেকট্রিক বাইক রয়েছে। এবার আরেকটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হতে চলেছে। এই মডেলটি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে চর্চা চলছে। এটি লঞ্চ হওয়ার পর গ্রাহকদের আকর্ষণের কারণ হবে বলেই আশা করছে কোম্পানি।

খুব শীঘ্রই লঞ্চ হবে Tunwal TZ 3.3। সাধারণ বাইকের দামে আপনারা দুর্দান্ত রেঞ্জের এই ইলেকট্রিক বাইকটি পেয়ে যাবেন। এতে রয়েছে আধুনিক ফিচার। আর এই বাইকের ডিজাইন দেখলে আপনারা পুরো ফিদা হয়ে যাবেন।

Tunwal TZ 3.3 ইলেকট্রিক বাইকের ব্যাটারি ও রেঞ্জ

এই বাইকে আপনারা বেশ ভাল রেঞ্জ পেয়ে যাবেন। এতে 3.8 kWh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 180 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই বাইকটির ডিজাইন বেশ আকর্ষণীয় রাখা হয়েছে। খানিকটা স্পোর্টি লুক দেখতে পাবেন এই মডেলে।

Tunwal TZ 3.3 ইলেকট্রিক বাইকের ফিচার

পেট্রোল চালিত বাইকের থেকে কোন অংশে কম নয় Tunwal TZ 3.3। এই বাইকে আধুনিক ফিচার দিয়েছে কোম্পানি। এতে বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এই কারণে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক স্কুটার। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি, টাচ স্ক্রিন ডিসপ্লে, নেভিগেশন, মেসেজ এলার্ট, এন্টি থেপ্ট অ্যালার্মের মতো বেশ কিছু ফিচার পেয়ে যাবেন।

Tunwal TZ 3.3 ইলেকট্রিক বাইকের দাম

বাইক কেনার সময় বেশিরভাগ মানুষের নজর থাকে মডেলের দামের ওপর। এতে
আধুনিক ফিচার, আকর্ষণীয় লুক আর শক্তিশালী ব্যাটারি প্যাক থাকা সত্ত্বেও দাম মধ্যবিত্ত মানুষের বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছে কোম্পানি। Tunwal TZ 3.3-এর এক্স শোরুম মূল্য 1 লাখ টাকার কাছাকাছি।