Bike Loan

Triumph Trident 660: মারকাটারি লুকে নজর কাড়লো Triumph! বাইক প্রেমিরা বলছেন ‘উফ্’

Triumph তাদের Trident 660 মডেলের স্পেশাল ট্রিপল ট্রিবিউট এডিশনের উপর থেকে পর্দা সরিয়েছে। এই মধ্য ওজনের বাইকে ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রিপল ইঞ্জিন সেট আপ দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকে সাদা, নীল আর লাল রংয়ের আবরণ দেখতে পাবেন। এই বাইকটির ট্যাংকে ’67’ লেখা আছে। যা 1970 এর বিখ্যাত রেসিং মডেল ‘স্লিপারি স্যাম’-এর অনুকরণে করা হয়েছে।

Triumph Trident 660 ট্রিপল স্পেশাল এডিশন

এই বাইকে হেড লাইট আর টেইল লাইট দেওয়া হয়েছে। বাইকটির লোগো আপনারা ফুয়েল ফিলার ক্যাপ, ইন্সট্রুমেন্ট আর হ্যান্ডেলবার ক্ল্যাম্পে দেখতে পাবেন। এই বাইকের হিল গার্ড, ফোর্ক প্রটেক্টর, অ্যালুমিনিয়াম ইয়োকস্, রেডিয়েটর কাওল ইত্যাদি বাইকের লুককে আরও ফুটিয়ে তুলেছে। এই লিমিটেড এডিশনে Triumph সিফ্ট অ্যাসিস্ট সিস্টেম ও বেলি প্যান যুক্ত করা হয়েছে। এগুলি Triumph Trident 660-র স্ট্যান্ডার্ড ভার্সনে ছিল না। এই ক্যুইক সিফ্টের মাধ্যমে বাইক চালক ক্লাচ ছাড়াও গিয়ার পরিবর্তন করতে পারবে।

Triumph Trident 660 ট্রিপল স্পেশাল এডিশনের ইঞ্জিন

এই বাইকে 660 সিসির লিকুইড কুল্ড ইন-লাইন 3 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 80 bhp শক্তি ও 64 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6‌ স্পিড ট্রান্সমিশন। আপনাদের জানিয়ে রাখি, আসল ‘Slippery Sam’ একটি রেসিং বাইক ছিল। এতে 750 সিসি ইঞ্জিন ছিল।

Triumph Trident 660 ট্রিপল স্পেশাল এডিশনের দাম

Slippery Sam বাইকটিকে সম্মান জানিয়ে Triumph লঞ্চ করতে চলেছে তাদের Trident 660 ট্রিপল স্পেশাল এডিশন। এই মডেলের দাম £7,895 অর্থাৎ 8.38 লাখ টাকার কাছাকাছি।