Bike Loan

Triumph Thruxton 400: মারকাটারি লুকসে ফিদা হবেন আপনিও! দেখলেই কিনতে ইচ্ছে হবে, মাইলেজও দেখার মতো

Aindrila Dhani

Published on:

triumph-thruxton-400-review

Triumph Thruxton 400: ট্রায়াম্ফ জনপ্রিয় একটি সুপার বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির বাইক যুবকদের হৃদয়ে রীতিমতো রাজত্ব করছে।‌ বিশ্ব জুড়ে এর খ্যাতি। এই কোম্পানি তার প্রতিটি বাইকের পারফরম্যান্স ও লুকে বিশেষ খেয়াল রাখে। আজ আমরা ট্রায়াম্ফের জনপ্রিয় একটি মডেলের সম্পর্কে কথা বলব।

আজকের প্রতিবেদনে আমরা Triumph Thruxton 400-এর সম্পর্কে কথা বলব। এটি ভারতীয় বাজারে পেশ করা হয়েছে।‌ এতে আপনারা এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়া সিঙ্গেল ল্যাম্প রয়েছে। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই সুপার বাইক। ঝড়ের গতিতে দৌড়াতে পারে Triumph Thruxton 400। একবার চালালে আপনাদের ভালো লাগবে। এর লুক একদম মারকাটারি।‌

   

Triumph Thruxton 400: ফিচার্স

সবার প্রথমে এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। এতে আপনারা অ্যানালগ ইন্স্ট্রুমেন্ট কনসোল, অ্যানালগ স্পিডোমিটর, অ্যানালগ স্পিডোমিটর, অ্যানালগ ট্রিপমিটার, অ্যানালগ ট্যাকোমিটার পেয়ে যাবেন। এর পাশাপাশি এলসিডি ডিসপ্লে রয়েছে।‌ এতে আপনারা সময় দেখতে পারবেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। রাতে রাইড করার জন্য Triumph Thruxton 400-এ এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট আর টার্ন সিগন্যাল ল্যাম্পের মতো প্রয়োজনীয় ফিচার্স রয়েছে।

Triumph Thruxton 400: ইঞ্জিন

কোম্পানি এই সুপার বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে। Triumph Thruxton 400-এ 399 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 40 বিএইচপি শক্তি ও 47 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই বাইক প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Triumph Thruxton 400: দাম

এতে আপনারা ঝাক্কাস ফিচার্স, শক্তিশালী ইঞ্জিন আর মারকাটারি লুক পেয়ে যাবেন। Triumph Thruxton 400-এর এক্স শোরুম দাম 3 লাখ টাকা থেকে শুরু হয়েছে।‌