এখন জীবন দ্রুত গতিতে দৌড়ে চলেছে। তার সাথে পাল্লা দেওয়ার জন্য গাড়ি ভীষণ জরুরী। আপনিও যদি নতুন গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব টয়োটা আরবান ক্রুজার টায়সোরের সম্পর্কে।
আপনাদের জানিয়ে রাখি, কোম্পানি এই গাড়িতে কুপ ডিজাইন রেখেছেন। লঞ্চ হওয়ার পর থেকে এই গাড়ি প্রচুর সংখ্যায় বিক্রি হয়েছে। এই গাড়ি অল্প সময়ের মধ্যে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। এতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স।
Toyota Urban Cruiser Taisor SUV-এর ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, টয়োটা আরবান ক্রুজার টাইসোরে অনেক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এই গাড়িতে টুইন এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। এছাড়াও এতে নতুন এলইডি টেললাইট, 9 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, টুইন পড ইন্সট্রুমেন্ট কনসোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, কানেক্টেড কার টেকনোলজি, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে কানেক্টিভিটির মতো ফিচার রয়েছে। এর সাথে, এই গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা, হেড আপ ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল সহ অটোমেটিক LED হেড ল্যাম্পের সুবিধা পেয়ে যাবেন। যা এই গাড়িটিকে ইউনিক স্টাইলের SUV করে তুলেছে।
Toyota Urban Cruiser Taisor SUV-এর ইঞ্জিন ও মাইলেজ
এই এসইউভি গাড়িতে 1.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া 1.2 লিটারের NA পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে। এই দুটি ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল অথবা 6 স্পিড টর্ক কনভার্টার বা AMT গিয়ারবক্স পেয়ে যেতে পারেন।
এবার মাইলেজের কথা বলতে গেলে, 1.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ম্যানুয়াল ট্রান্সমিশন সহ প্রতি লিটারে 21.5 কিলোমিটার মাইলেজ দিতে পারে। অটোমেটিক ভ্যারিয়েন্টটি প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিনের ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 21.7 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আবার অটোমেটিক ভ্যারিয়েন্টটি প্রতি লিটারে 22.8 কিলোমিটার মাইলেজ দেব। CNG ভ্যারিয়েন্টের প্রতি কেজিতে 28.5 কিলোমিটার মাইলেজ দেয়।
Toyota Urban Cruiser Taisor-এর দাম
দামের কথা বলতে গেলে, Toyota Urban Cruiser Taisor-এর অন রোড দাম 8 লাখ 67 হাজার 342 টাকা। এই ফোর হুইলার আপনারা ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি 87 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে বাকি 7 লাখ 80 হাজার 342 টাকা আপনাকে লোন নিতে হবে। 4 বছরের জন্য 8 শতাংশ সুদের হারে প্রতি মাসে 12 হাজার 874 টাকা করে কিস্তি জমা করতে হবে।