Bike Loan

বাজার কাঁপিয়ে এন্ট্রি নিচ্ছে Toyota Raize! রূপে-গুণে দুর্দান্ত, একবার দেখলেই প্রেমে পড়ে যাবেন

Avatar

Published on:

Toyota-Raize-1

Toyota Raize: যারা নিজের জন্য একটি আকর্ষণীয় নতুন লুকের স্টাইলিশ গাড়ি কিনতে চান তাদের জন্য এসে গেছে দারুন সুখবর। কারণ ভারতীয় অটোমোবাইল বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন Toyota Raize নামক গাড়িটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই গাড়িটি লঞ্চ হয়ে গেলেও এখনো পর্যন্ত এটি ভারতের বাজারে আসেনি। আশা করা যাচ্ছে নির্মাণকারী সংস্থা অতি দ্রুত ভারতে আনতে চলেছে।

বর্তমানে এই গাড়িটি তার আকর্ষণীয় লুক এবং দুর্দান্ত ফিচার যুক্ত হয়ে অটোমোবাইল বাজারে আত্মপ্রকাশ করার কারণে এটি ক্রেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই গাড়িটিতে দুর্দান্ত সব ফিচারের পাশাপাশি পাওয়া যাবে অসাধারণ মাইলেজ। কি কি সুবিধা পাবেন এই গাড়ি কিনলে? বর্তমান বাজার মূল্য কত রয়েছে? সে সম্পর্কেই বিস্তারিত তথ্য গুলি জেনে নিন এই প্রতিবেদন থেকে।

   

সেরা মাইলেজ দেবে Toyota Raize-র শক্তিশালী ইঞ্জিনটি

নির্মাণকারী সংস্থার টয়োটা কোম্পানির এই ফোর হুইলার গাড়িটিতে ক্রেতারা অত্যন্ত উন্নত মানের এবং শক্তিশালী ইঞ্জিন বিকল্প পেয়ে যাবেন। এই শক্তিশালী ইঞ্জিনটি দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম। এই গাড়িতে নির্মাণকারী সংস্থার তরফ থেকে একটি 996 cc 4 সিলিন্ডার ইঞ্জিন যুক্ত করা হয়েছে। উন্নত মানের এই ইঞ্জিনটি 98 PS এর সর্বোচ্চ শক্তি এবং 140Nm সর্বোচ্চ টর্ক দিতে পারে।এই ফোর হুইলারে আবার ফুয়েল টাইপ পেট্রোল ইঞ্জিন বিকল্প ও পাওয়া যাবে। এই ইঞ্জিন বিকল্পটি আবার যুক্ত থাকবে ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে। SUV বডি টাইপের এই গাড়িটি মাইলেজের দিক থেকেও সেরা পারফরম্যান্স পেতে সক্ষম।

কী কী ফিচার পাবেন এই গাড়িতে?

নির্মাণকারী সংস্থা টয়োটার তরফ থেকে প্রকাশ করা টিজার অনুসারে এই গাড়ির ফিচার সম্পর্কে বিশেষ বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে উন্নত মানের এই SUV গাড়িতে থাকবে আধুনিক বিভিন্ন ধরনের ফিচার। এই ফিচার গুলি যাত্রী নিরাপত্তা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখেই যুক্ত করবে নির্মাণকারী সংস্থা। এই ফোর হুইলার গাড়িটি দুর্দান্ত ইঞ্জিন বৈশিষ্ট্যের পাশাপাশি ফিচারের দিক থেকেও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা করা যাচ্ছে। 

কত দামে কিনতে পারবেন এই Toyota Raize গাড়ি?

ভারতীয় বাজারে এক্স শোরুম হিসেবে এই গাড়ির দাম হতে পারে কমপক্ষে 10 লক্ষ টাকা। আপাতত ভারতের বাজারে এই গাড়িটির লঞ্চ হওয়ার জন্যই অপেক্ষা করছেন ভারতীয় ক্রেতারা।