Bike Loan

Toyota Innova Hycross ZX: দাদাগিরি দেখাতে আসছে Toyota! চাবুক লুকে রাস্তায় দৌড়বে, রয়েছে দুর্ধর্ষ ফিচার

Aindrila Dhani

Published on:

toyota-innova-hycross-zx-features

আপনি কি 7 বা 8 আসনের গাড়ি খুঁজছেন? এমন একটি গাড়ির খোঁজ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। যা আপনাকে দুর্দান্ত মাইলেজ, আরামদায়ক রাইডিং এবং শক্তিশালী ইঞ্জিনের সুবিধা দেবে। 2024 সালে টয়োটা আপনার জন্য সম্পূর্ণ নতুন একটি দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির হয়েছে। আমরা কথা বলছি Toyota Innova Hycross ZX-এর সম্পর্কে।

এই গাড়িতে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ফিচার্স। মাস্কুলার এসইউভি চেহারার এই মডেলটি। এতে শক্তিশালী পেট্রোল ইঞ্জিন রয়েছে। এছাড়া সেল্ফ চার্জিং হাইব্রিড ইলেকট্রিক টেকনোলজির ব্যবহার করেছে কোম্পানি। স্টোলেন হুইল ট্র্যাকার রয়েছে এই গাড়িতে।

   

Toyota Innova Hycross ZX: স্টাইলিশ ডিজাইন

কোম্পানি এই গাড়িতে একদম নতুন লুক দিয়েছে। আগের Innova Crysta-র থেকে এই গাড়ির ডিজাইন বেশ খানিকটা আলাদা। এতে মাস্কুলার এসইউভি লুক দেখতে পাবেন। এছাড়া আকর্ষণীয় গ্রিল আর উঁচু বোনেট লাইন এর লুক আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। গাড়িটির চারদিকে শক্তিশালী ক্যারেক্টার লাইন ও ফ্রেন্ডার ফ্লেয়র্স রয়েছে।

Toyota Innova Hycross ZX: ইঞ্জিন

এবার আমরা গাড়িটির ইঞ্জিন সম্বন্ধে কথা বলব। নতুন Toyota Innova Hycross ZX-এ 2.0 লিটারের TNGA পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। এছাড়া এতে পঞ্চম জেনারেশনের সেলফ চার্জিং হাইব্রিড ইলেকট্রিক টেকনোলজি রয়েছে। হাইব্রিড ইঞ্জিনের কারণে এই গাড়ি খুব ভালো মাইলেজ দিতে সক্ষম।

Toyota Innova Hycross ZX: ফিচার্স

প্রথমবার এই গাড়িতে ইন সেগমেন্ট প্যাডেল শিফ্টার দিয়েছে কোম্পানি। যার ফলে এই গাড়িতে ড্রাইভিংয়ের মজা দ্বিগুণ উপভোগ করতে পারবেন। Toyota Innova Hycross ZX-এ আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। এতে ইন সেগমেন্ট পাওয়ার্ড অটোমন সিট রয়েছে। এই গাড়িতে চড়ে আপনারা লং ড্রাইভে গেলে কোনরকম ক্লান্তি অনুভব করবেন না। পাশাপাশি লম্বা সফরে মন ভালো করার জন্য এই গাড়িতে সানরুফ ও মাউন্টেড এসি ভেন্টস্ রয়েছে।

Toyota Innova Hycross ZX: আধুনিক টেকনোলজি

Toyota Innova Hycross ZX-এ রিমোট ইগনিশন, স্মার্ট ওয়াচ কানেক্টিভিটি, স্টোরেজ হুইল ট্র্যাকার, ফাইন্ড মাই কার ফিচার ইত্যাদি রয়েছে।