বাইক কিনতে গেলেই আমরা ভালো মাইলেজের খোঁজ করি। শক্তিশালী ইঞ্জিন যুক্ত মডেলগুলি এখন গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। ভারতের পাশাপাশি বাংলাদেশের মানুষও কিন্তু বাইক খুব পছন্দ করেন। এদেশে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের সংখ্যাটাই বেশি। তাই ভালো মাইলেজের সস্তার বাইকের গ্রহণ যোগ্যতা এখানে অনেক বেশি। আজকের প্রতিবেদনে বাংলাদেশের জনপ্রিয় 3টি বাইকের সম্বন্ধে কথা বলব।
বাজাজ পালসার সিরিজ
বাজাজ অটোর পালসার সিরিজ বাংলাদেশের মানুষদের মধ্যে ভীষণ জনপ্রিয়। এই সিরিজে বিভিন্ন দামের মডেল রয়েছে। কিন্তু সবকটির মাইলেজ আর ইঞ্জিন দুর্ধর্ষ। এই সিরিজে টুইন ডিস্ক এবিএস, সিঙ্গেল ডিস্ক বিভিন্ন ধরনের বিকল্প পেয়ে যাবেন। বাংলাদেশে টুইন ডিস্ক এবিএস মডেলটির দাম 1 লাখ 96 হাজার 900 টাকা আর বাজাজ পালসার টুইন ডিস্কের দাম 1 লাখ 80 হাজার 900 টাকা। অপরদিকে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্কের দাম 1 লাখ 69 হাজার 900 টাকা।
TVS Apache RTR 160 4V
160cc সেগমেন্টের বাইক বাংলাদেশে বেশ জনপ্রিয়। তবে TVS Apache RTR 160 4V তার অনন্য ডিজাইনের জন্য গ্রাহকদের মনে সফলভাবে জায়গা করে নিয়েছে। TVS Apache RTR 160 4V-র 3টি মডেল বাংলাদেশে লঞ্চ হয়েছে। এবিএস যুক্ত মডেলটির দাম 2 লাখ 7 হাজার 900 টাকা, স্মার্ট এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক মডেলটির দাম 1 লাখ 86 হাজার 900 টাকা অপরদিকে ডবল ডিস্ক মডেলটির দাম 1 লাখ 96 হাজার 900 টাকা।
Hero Thriller 160R
হিরো কম দামে প্রিমিয়াম কোয়ালিটির বাইক লঞ্চ করার জন্য বিখ্যাত। ভালো পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশে এই কোম্পানির বাইকই কিন্তু সবথেকে সস্তায় পাওয়া যায়। এতে ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়া সুরক্ষার জন্য রয়েছে এবিএস। এর দাম কিন্তু বেশ কম। Hero Thriller 160R ফিউল ইনজেক্টেড ABS সিঙ্গেল ডিস্ক মডেলটির দাম 1 লাখ 89 হাজার 900 টাকা আর Hero Thriller 160R ফিউল ইনজেক্টেড ABS ডবল ডিস্ক মডেলটির দাম 1 লাখ 99 হাজার 990 টাকা।