Bike Loan

Bajaj Pulsar 150-কে টেক্কা দেবে দুর্দান্ত এই 5টি বাইক, রইল ফিচারস সহ সম্পূর্ণ তথ্য

Aindrila Dhani

Published on:

Bajaj Pulsar 150 বহু বছর ধরে ভারতীয় মোটরসাইকেল মার্কেটে রাজত্ব করছে। এত পুরনো মডেল হওয়া সত্বেও এই মোটরসাইকেল আজও ভারতীয়দের গ্যারেজে দেখতে পাওয়া যায়। 150cc সেগমেন্টে রীতিমতো রাজত্ব করছে এই মডেলটি। বর্তমানে Bajaj Pulsar 150 বাইকের এক্স শোরুম মূল্য 1 লাখ 10 হাজার টাকা। তবে আপনি যদি নিজের Bajaj Pulsar 150 মডেলটি পরিবর্তন করতে চান তাহলে আজকের প্রতিবেদনে উল্লেখিত 5 টি নতুন মডেলের সাথে এক্সচেঞ্জ করতে পারেন। জেনে নিন বিস্তারিত।

 

Bajaj Pulsar 150-কে টেক্কা দেবে এই 5টি দুর্দান্ত বাইক

1. Honda Hornet 2.0 : Honda Hornet 2.0 এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 39 হাজার টাকা থেকে। এই মোটরসাইকেলে sharp angular ডিজাইন দেখতে পাবেন। আর এতে LED lights ও digital instrument cluster সহ বেশ কিছু ফিচারস রয়েছে। এই বাইকে 184 cc ইঞ্জিন রয়েছে। যা 17 bhp শক্তি ও 15.9 Nm টর্ক উৎপাদন করে।

2. Hero Xtreme 160R : এই মোটরসাইকেলে Single Piece Seat সহ Muscular ডিজাইন চোখে পড়বে আপনাদের। এই মডেলে 163 cc, air cooled ইঞ্জিন রয়েছে। যা 14 bhp শক্তি ও 14 Nm টর্ক জেনারেট করে। এই মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 21 হাজার টাকা থেকে।

3. Yamaha FZ FI : এই মডেলে 149 cc Air Cooled ইঞ্জিন রয়েছে। যা 12 bhp শক্তি ও 13.3 Nm টর্ক উৎপাদন করে। এই মোটরসাইকেলের এক্স শো-রুম মূল্য 1 লাখ 16 হাজার টাকা।

4. Bajaj Pulsar N150 : এই মডেলে infinity display console, distance to empty readout ও USB charging port এর মত বেশ কিছু ফিচারস রয়েছে। Bajaj Pulsar N150 মডেলে 149 cc ইঞ্জিন রয়েছে। যা 14 bhp শক্তি ও 14 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 17 হাজার টাকা থেকে।

5. TVS Apache RTR 160 : এই মডেলে digital instrument cluster ও SmartXconnect ফিচারস রয়েছে। TVS Apache RTR 160 মডেলে তিনটি riding mode রয়েছে। এই মোটরসাইকেলে 160 cc, single cylinder ইঞ্জিন রয়েছে। যা 15 bhp শক্তি ও 13.85 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলের এক্স শোরুম মূল্য 1 লাখ 19 হাজার টাকা থেকে 1 লাখ 26 হাজার টাকার মধ্যে।