Bike Loan

বাইকের রাজা Hero লঞ্চ করছে লেজেন্ড বাইক Hero Passion Plus 2024, কিনবেন ভাবছেন ? দেখে নিন কি কি থাকছে

Aindrila Dhani

Published on:

The king of bikes Hero is launching the legend bike Hero Passion Plus 2024

আজকে আমরা কথা বলব Hero Passion Plus 2024 সম্পর্কে। এতে আপনারা E20 আপডেট পেয়ে যাবেন। আপনারা যদি 100 cc সেগমেন্টে নতুন বাইক খুলে থাকেন, তাহলে এই লেটেস্ট মডেলটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে।

   

Hero Passion Plus 2024 মডেলে Glossy Visor দেখতে পেয়ে যাবেন। এর সাথে থাকছে হ্যালোজেন হেডলাইট। সাইডে আপনারা নতুন গ্রাফিক্স দেখতে পাবেন। এছাড়া থাকছে Non flexible halogen turn indicator light। এই বাইকের সামনে telescopic suspension ও পিছনে twin tube suspension থাকবে। এছাড়া থাকছে combo braking system। পিছন দিকে 120 mm ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই লেটেস্ট বাইকে alloy wheels দেখতে পাবেন। এর চাকায় সাদা রংয়ের স্টিকার যোগ করা হয়েছে, যা বাইকটিকে আকর্ষণীয় করে তুলছে। এই বাইকের সামনে ও পিছনে 80/100 18 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।এই বাইকের সাইডে Passion+ এর ব্র্যান্ডিং করা হয়েছে। লোগোটি আকর্ষণীয় করে তোলার জন্য সাদা আর কালোর মধ্যে রাখা হয়েছে।

এবার আমরা কথা বলব বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি সম্পর্কে। এই বাইকে 11 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এতে 97.2 cc air cooled Fi ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7.91 bhp শক্তি ও 8.2 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 4 স্পীড গিয়ারবক্স। এই বাইকে analog ও digital instrument cluster দেওয়া হয়েছে। এতে স্পিডোমিটার, ওডোমিটার, ডিজিটাল ক্লক ইত্যাদি সুবিধা পেয়ে যাবেন। প্রতি ঘন্টায় এই বাইকের সর্বোচ্চ গতিবেগ 80 কিলোমিটার। বাইকটির সাইডে চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। মাইলেজের কথা বলতে গেলে, এই বাইকের মাইলেজ 70 কিলোমিটার থেকে 75 কিলোমিটার। এছাড়া রয়েছে single horn আর self start।

এটি আপনারা 4 টি রঙে পেয়ে যাবেন। যথা :- Nexis Blue, Red, Black ও Grey। এর ওজন 115 কিলোগ্রাম। এই বাইকে আপনারা i3S টেকনোলজি পেয়ে যাবেন। এই মডেলের seat height 790 mm। পিছন দিকে tail light ও Non flexible halogen turn indicator দেওয়া হয়েছে। এই বাইকের অন রোড প্রাইস 90 হাজার টাকা। এই মূল্য জয়পুরের নিরিখে।