Bike Loan

14 হাজার 242 টাকাতে Tata Tiago EV! রেঞ্জ 315 কিমি, শোরুমজুড়ে উদ্দাম ভিড়

Aindrila Dhani

Published on:

tata-tiago-ev-price

Tata Tiago EV : বর্তমান সময়ে ভারতীয় অটোমোবাইল সেক্টরে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। এই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করলে জ্বালানি তেলের অতিরিক্ত খরচ যেমন হয় না, ঠিক তেমনভাবেই পরিবেশে কার্বন নিঃসরণ রোধ হয়। যাঁরা পরিবেশ বান্ধব যানবাহনের বিকল্প খুঁজছেন, তাঁরা Tata Tiago EV সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন।

Tata motors ভারতের বিশ্বস্ত প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরে গ্রাহকদের মনে বিশ্বাস অর্জন করেছে এই কোম্পানি। একের পর এক দুর্দান্ত কোয়ালিটির ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে চলেছে এই কোম্পানি। আর আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Tata Tiago EV -র সম্পর্কে। আপনারা যদি নতুন ফোর হুইলার কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই মডেলটি আপনাদের পছন্দ হতে পারে। বাজেট যদি কম থাকে তাহলে ফাইন্যান্স প্ল্যানেও এটি কেনা যাবে। কত কিলোমিটার রেঞ্জ দিতে পারে Tata Tiago EV? প্রতি ঘন্টায় সর্বোচ্চ কত কিলোমিটার বেগে ছুটতে পারে এটি? কত দাম এই মডেলের? এই ধরনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

Tata Tiago EV গাড়ির ব্যাটারি ও রেঞ্জ

Tata motors -এর এই ইলেকট্রিক গাড়িতে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। একটি হল 19.2 কিলোওয়াট আওয়ার আর অপরটি হল 24 কিলোওয়াট আওয়ার। 19.2 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের ভেরিয়েন্ট 110 Nm টর্ক জেনারেট করে। সিঙ্গেল চার্জে এটি 250 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। অপরদিকে 24 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের ভেরিয়েন্ট 75 Ps শক্তি ও 114 Nm টর্ক জেনারেট করে। এই ভেরিয়েন্ট সিঙ্গেল চার্জে 315 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 119 কিলোমিটার বেগে ছুটতে পারে এই গাড়ি।

Tata Tiago EV ইলেক্ট্রিক গাড়ির দাম

বর্তমান সময়ে Tata Tiago EV দুর্দান্ত একটি ইলেকট্রিক মডেল। ভারতীয় বাজারে এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 7.9 লাখ টাকা থেকে। আর এই মডেলের টপ ভেরিয়েন্টের দাম 11.89 লাখ টাকা। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন।

Tata Tiago Eর-র ফাইন্যান্স প্ল্যান

অনেকের পক্ষে নগদ টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। তাই আপনাদের জন্য রয়েছে ফাইন্যান্স প্ল্যানের সুবিধা। Tata Tiago EV -র বেস ভেরিয়েন্টের দাম 7.99 লাখ টাকা। এই ভেরিয়েন্টটি ফাইন্যান্স প্ল্যানে কিনতে গেলে 1 লাখ 59 হাজার 800 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 5 বছরের জন্য 10 শতাংশ সুদে 14 হাজার 242 টাকা EMI দিতে হবে।