Bike Loan

Tata Safari: টাটা সাফারির পুনর্জন্ম! মডার্ণ লুকে ঘুম কেড়েছে চালকদের, মনে পড়ে যায় কত স্মৃতি

Aindrila Dhani

Published on:

tata-safari-2024-price

আধুনিক যুগে ফোর হুইলার সেগমেন্টে আপডেটেড গাড়ির চাহিদা দ্রুত হারে বাড়ছে। মানুষ বিলাসবহুল গাড়ির প্রতি খুব আগ্রহী হয়ে উঠেছে। আপনিও যদি 2024 সালে আধুনিক স্পেসিফিকেশন এবং দুর্দান্ত ফিচার্স সহ একটি নতুন গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

   

নতুন গাড়ি কেনার ইচ্ছে কিন্তু আপনার বাজেট আপনার এই শখ পূরণ হতে দিচ্ছে না! তবে আপনার চিন্তা করার দরকার নেই। কারণ আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে টাটার সেরা গাড়ির সম্পর্কে জানাব। দুর্দান্ত ফিচার্স সহ এই আসন্ন গাড়ির সম্পর্কে সকল তথ্য জেনে নিন। আমরা কথা বলছি Tata Safari-র সম্পর্কে।

Tata Safari: ইঞ্জিন

টাটার এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে, কোম্পানি এই গাড়ির ইঞ্জিন ক্ষমতা উন্নত করতে এতে 2 লিটারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করেছে। শক্তিশালী ইঞ্জিনের কারণে Tata Safari ভালো পারফরম্যান্স ও দীর্ঘ মাইলেজ দিতে পারে। এছাড়া এতে 6 স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক টর্ক কনভার্টার ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন।

Tata Safari: ফিচার্স

এতে 12 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এর সাথে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে কানেক্টিভিটি, ইল্যুমিনেটেড, নেভিগেশন সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জার, আপডেটেড সেন্টার কনসোল, টেরেন রেসপন্স সিস্টেম, ভেন্টিলেশন। এছাড়া সামনের আসনে 360 ডিগ্রীর ক্যামেরা এবং একটি প্যানোরামিক সানরুফ রয়েছে।

Tata Safari: দাম

এই গাড়ির দাম সম্পর্কে বলতে গেলে, Tata Safari দামের দিক থেকেও বেশ ভালো মডেল। টাটা কোম্পানি এই গাড়িটি বিভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। এই গাড়িটির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 16.19 লক্ষ টাকা। যেখানে Tata Safari-র টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 22.49 লক্ষ টাকা।‌