Bike Loan

Tata Punch EV: নতুন গাড়ির শখ? এবার হবে স্বপ্নপূরণ! টাটা দিচ্ছে 30 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট, সস্তায় মিটিয়ে ফেলুন গাড়ি কেনার স্বাদ

Aindrila Dhani

Published on:

tata-punch-electric-car-news

ভারতের অন্যতম বিখ্যাত অটোমোবাইল কোম্পানি হল টাটা মোটরস্। এই কোম্পানি ভারতের দুর্দান্ত কিছু ফোর হুইলার লঞ্চ করেছে। এর অন্যতম জনপ্রিয় মডেল হল টাটা পাঞ্চ। এখন এর ইলেকট্রিক ভ্যারিয়েন্টও বাজারে চলে এসেছি। সেফটির দিক থেকে 5 স্টার রেটিং রয়েছে এই গাড়িতে। এবার খুব কম দামে কিনতে পারবেন এই মডেল।

এই গাড়িতে 5টি ভ্যারিয়েন্ট রয়েছে। যথা:- স্মার্ট, অ্যাডভেঞ্চার, স্মার্ট প্লাস, এম্পাওয়ার্ড আর এম্পাওয়ার্ড প্লাস। আপনি যদি বাজেটের কারণে এই গাড়ি কেনার থেকে পিছিয়ে আসার কথা ভাবেন তাহলে ভুল করছেন। কারণ টাটা মোটরস তাদের Tata Punch EV-তে 30 হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে।

   

Tata Punch EV: রেঞ্জ

এই ইলেকট্রিক গাড়িতে দুটি ব্যাটারির বিকল্প রয়েছে। একটি হল 25 কিলোওয়াটের ব্যাটারি প্যাক, যা 82 Ps শক্তি ও 114 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে 315 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আর দ্বিতীয়টি হল 35 কিলোওয়াটের ব্যাটারি, যা 122 Ps শক্তি ও 190 Nm টর্ক উৎপাদন করে। এই ব্যক্তি সম্পূর্ণ চার্জ হলে 41 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। টাটা মোটরস তাদের এই ইলেকট্রিক গাড়ির সাথে ফাস্ট ডিসি চার্জার দিচ্ছে। যা মাত্র 56 মিনিটের মধ্যে 10 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে।

Tata Punch EV ফিচার্স

Tata Punch EV-তে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, মাল্টি মোড রিজেকশন ফাংশন, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, 6টি এয়ার ব্যাগ পেয়ে যাবেন। এছাড়া এই ইলেকট্রিক গাড়িতে ক্রুজ কন্ট্রোল, কর্নারিং ফাংশন, ফ্রন্ট ফগ ল্যাম্প, এন্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো হোল্ড ফাংশন ও সানরুফ রয়েছে।

Tata Punch EV: ডিসকাউন্ট

Tata Punch EV-র এক্স শোরুম দাম 10.99 লাখ টাকা থেকে 15.49 লাখ টাকার মধ্যে। তবে এখন এই গাড়িতে 30 হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে। এই গাড়ির অ্যাডভেঞ্চার LR, অ্যাডভেঞ্চার S LR, এম্পায়ার্ড LR, এম্পায়ার্ড S LR, এম্পায়ার্ড প্লাস LR, এম্পায়ার্ড প্লাস S LR ভ্যারিয়েন্টে অফারটি পেয়ে যাবেন।