Bike Loan

Tata Nexon EV: 1 লাখ টাকার মধ্যে দুর্দান্ত গাড়ি! এবার পূরণ হবে গরিবের স্বপ্ন, দেখুন কি ভাবে

Aindrila Dhani

Published on:

tata-nexon-ev-emi

Tata Nexon EV: ভারতীয় বাজারে এখন ইলেকট্রিক গাড়ির রমরমা। ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইক আর ইলেকট্রিক সাইকেলের পর ইলেকট্রিক ফোর হুইলারের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে। আপনারা ভারতীয় বাজারে একাধিক কোম্পানির ইলেকট্রিক ফোর হুইলার দেখতে পেয়ে যাবেন। কিন্তু সব থেকে বিখ্যাত হল Tata Nexon EV।

ভারতীয় অটোমোবাইল সেক্টরে Tata Nexon EV-র চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। কোম্পানি এই গাড়িতে শক্তিশালী ব্যাটারি প্যাক ও আধুনিক ফিচার যুক্ত করেছে। এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 315 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। আপনার যদি বাজেট কম হয়ে থাকে, তাহলে ফাইন্যান্স প্ল্যানেও এটি কিনতে পারবেন। কোম্পানি এই মডেলে দুর্দান্ত ফাইন্যান্স প্ল্যানের অফার দিচ্ছে। জেনে নিন বিস্তারিত।

Tata Nexon EV-র মোটর

Tata Motors তার Tata Nexon EV-তে শক্তিশালী মোটরের ব্যবহার করেছে। এতে 105 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর রয়েছে। যা 143 Ps শক্তি ও 250 Nm টর্ক উৎপাদন করে। এই গাড়ি মাত্র 8.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ঘন্টার বেগ তুলতে পারে।

Tata Nexon EV-র ব্যাটারি প্যাক ও রেঞ্জ

এই গাড়িতে 30.2 কিলোওয়াটের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় নেয়। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে Tata Nexon EV 315 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। আর এই গাড়ির 40.5 কিলোওয়াট ব্যাটারি প্যাকের ভেরিয়েন্ট 463 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Tata Nexon EV-র ফিচার্স

কোম্পানি এই ফোর হুইলারে বেশ কিছু আধুনিক ফিচারের ব্যবহার করেছে। এতে আপনারা টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং পোর্ট, ফাস্ট চার্জিং সাপোর্ট, পার্কিং সেন্সর, মাল্টি ফাঙ্কশনাল স্টিয়ারিং হুইল আর 360 ডিগ্রী ক্যামেরার মত ফিচার পেয়ে যাবেন।

Tata Nexon EV-র দাম

ভারতীয় বাজারে Tata Nexon EV-র বেস ভেরিয়েন্টের দাম 14.49 লাখ টাকা। অপরদিকে টপ ভেরিয়েন্টের দাম 19.49 লাখ টাকা।

Tata Nexon EV-র ফাইন্যান্স প্ল্যান

Tata Nexon EV ফাইন্যান্স প্ল্যানে কিনতে গেলে 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 4 বছরের জন্য 8 শতাংশ হারে প্রতি মাসে 30 হাজার 86 টাকা EMI দিতে হবে।