Bike Loan

Tata Nexon CNG: কম দামে বেশি মুনাফা! লাগবে না পেট্রোল দৌড়বে মাইলের পর মাইল! চমৎকার গাড়ি নিয়ে বাজারে টাটা

Aindrila Dhani

Published on:

Tata Nexon CNG: টাটা মোটরস্ একটি জনপ্রিয় কোম্পানি। বহু বছর ধরে এই কোম্পানি দেশে-বিদেশে ব্যবসা করে চলেছে। বর্তমানে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে অনেকেই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা শুরু করেছেন। কিন্তু ইলেকট্রিক গাড়ির দাম সাধারণ গাড়ির তুলনায় খানিকটা বেশি হয়। উপরন্তু গাড়ি চার্জ না থাকলে প্রয়োজনে ব্যবহার করা যায় না। কিছু কিছু গাড়ি চার্জ করার জন্য আবার চার্জিং স্টেশনে নিয়ে যেতে হয়। এই সমস্যা সমাধান করতে টাটা নিয়ে এসেছে তাদের জনপ্রিয় গাড়ি সিএনজি ভ্যারিয়েন্ট।

আপনি কি এসইউভি কিনতে চাইছেন? টাটা তাদের জনপ্রিয় গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। আজকাল ভারতীয় বাজারে এই গাড়ির চাহিদা কিন্তু দারুণ বেড়ে গেছে। ভালো পারফরমেন্সের পাশাপাশি দীর্ঘ মাইলেজ দিতে ওস্তাদ এই গাড়ি। এবার বাজারে এসেছে Tata Nexon CNG। এই গাড়ির ডিজাইন সাধারণ Tata Nexon-এর থেকেও আকর্ষণীয়। এই সিএনজি ভ্যারিয়েন্টে বেশ বোল্ড ও মাস্কুলার লুক দিয়েছে কোম্পানি। প্রতি কেজিতে 35 কিলোমিটার মাইলেজ দেয় এটি।

   

Tata Nexon CNG: ইঞ্জিন

Tata Nexon CNG-তে 1.02 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 120 পিএস শক্তি ও 170 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ফোর হুইলারে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স ও অটোমেটিক ম্যানুয়াল গিয়ার বক্সের বিকল্প পেয়ে যাবেন। এই গাড়ি প্রতি কেজি সিএনজিতে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Tata Nexon CNG: ফিচার্স

এই গাড়ির ফিচার্স সম্বন্ধে কথা বলতে গেলে, এতে টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি, ক্লাইমেট কন্ট্রোল, একাধিক এয়ার ব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, মিউজিক সিস্টেম সহ বেশ কিছু ফিচারের সুবিধা পেয়ে যাবেন।

Tata Nexon CNG: দাম

Tata Nexon CNG ভারতীয় বাজারে বিভিন্ন ভ্যারিয়েন্টে উপলব্ধ। সাধারণ Tata Nexon-এর তুলনায় এই ভ্যারিয়েন্টের দাম 70 হাজার টাকা থেকে 80 হাজার টাকা বেশি হবে।