Tata Nano EV Launch Date: জ্বালানি তেলের অতিরিক্ত খরচ বাঁচাতে ও পরিবেশ দূষণ রোধ করতে চলে এসেছে ইলেকট্রিক গাড়ি। বেশকিছু সময় ধরে ইলেকট্রিক টু-হুইলার বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার ইলেকট্রিক গাড়ির চাহিদাও দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে।
ঝাক্কাস ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি সহ এবার Tata Nano-র EV সংস্করণ পেয়ে যাবেন। Tata Nano একসময় ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি ছিল। এখনও সেই জনপ্রিয়তা বজায় রয়েছে। এবার এই গাড়ির ইলেকট্রিক মডেল পাওয়া যাবে।
Tata Nano EV-র শক্তিশালী ব্যাটারি
Tata Nano EV-তে BLDC টেকনোলজি সহ 15.5 কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এর সাথে দুটি চার্জিং অপশন রয়েছে। একটি হল, 15A পাওয়ারের হোম চার্জার আর অপরটি হল, DC ফাস্ট চার্জার।
Tata Nano EV-র ঝাক্কাস ফিচার্স
2024 Tata Nano EV-তে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, ব্লুটুথ কানেক্টিভিটি, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, রিমোট কন্ট্রোল সিস্টেম ও 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এছাড়া এতে অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কার প্লে-এর অপশন পেয়ে যাবেন। এর পাশাপাশি 6 স্পিকার সাউন্ড সিস্টেমের মতো বেশকিছু আধুনিক ফিচার রয়েছে।
Tata Nano EV পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি দামে
Tata Nano EV একটি বাজেট ফ্রেন্ডলি মডেল। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পছন্দের গাড়ি এটি। এর ডিজাইনে বেশ আকর্ষণীয়। যাঁরা সস্তায় ভালো টেকসই ইলেকট্রিক গাড়ি কিনতে চাইছেন তাঁরা এই মডেলটি সম্পর্কে ভেবে দেখতে পারেন।