Bike Loan

Tata Nano 2024: বাইকের দামে চারচাকা! কম দামে হাই-ফাই গাড়ি নিয়ে আসছে টাটা, সলিড ফিচার্স

Aindrila Dhani

Published on:

tata-nano-2024-launch-date

এবার বাইকের দামে লঞ্চ হয়েছে Tata Nano 2024। সলিড ফিচার্স নিয়ে গ্রাহকদের মন জিততে আরো একবার ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে এই মডেল। Tata Motors এই এডভান্স ফোর হুইলার গাড়িতে যুক্ত করেছে শক্তিশালী ইঞ্জিন। ফলে আগের থেকে আরো ভালো পারফরম্যান্স দিতে পারবে এই মডেলটি।

   

ভারতীয় মার্কেটে লঞ্চ হয়েছে Tata Nano 2024। কোম্পানি এই ফোর হুইলারে বুলডোজারের ইঞ্জিন ব্যবহার করেছে। এই গাড়ির মাইলেজের কথা বলতে গেলে আগের থেকে আরো ভালো পারফরম্যান্সের আসা আপনারা করতে পারেন।‌ Tata Nano 2024-এ এডজাস্টেবল সিট, সিডি প্লেয়ারের মতো গ্রাহকদের সুবিধার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

Tata Nano 2024-এর স্পেসিফিকেশন

Tata Motors-এর এই ফোর হুইলারে আপনারা টিউবলেস টায়ারের সুবিধা পেয়ে যাবেন। এতে 4/4-এর বিকল্প থাকবে। আগের মডেলে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছিল। এবার সুরক্ষার জন্য এতে চাইল্ড সেফ্টি লক, সিট বেল্ট ও এডজাস্টেবল সিটের সুবিধা দিয়েছে কোম্পানি। এর পাশাপাশি গ্রাহকদের মনোরঞ্জনের জন্য Tata Nano 2024-এ সিডি প্লেয়ারের ব্যবহার করা হয়েছে। এর ওজন 2 হাজার কেজির আশেপাশে থাকতে পারে।

Tata Nano 2024-এর মাইলেজ (Tata Nano 2024 Mileage)

Tata Nano 2024 প্রতি লিটারে 31 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম। এতে আপনারা 6টি রংয়ের বিকল্প পেয়ে যাবেন। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য 7 ইঞ্চির বড়ো টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দিয়েছে কোম্পানি।

Tata Nano 2024-এর দাম (Tata Nano 2024 Price)

Tata Nano 2024-এর দামের কথা বলতে গেলে, ভারতীয় মার্কেটে এর এক্স শোরুম দাম 3 লাখ টাকা থেকে শুরু হয়েছে। RTO এবং ইন্সুরেন্স মিলিয়ে Tata Nano 2024-এর অন রোড দাম 3.5 লাখ টাকার আশেপাশে হতে পারে।