Tata Motors অবশেষে ভারতীয় বাজারে তাদের দুর্দান্ত গাড়ি Tata Harrier লঞ্চ করেছে। আপনি যদি এই বিলাসবহুল গাড়িটি নিজের গ্যারেজে পার্ক করতে চান, তাহলে মাত্র 25 হাজার টাকা দিয়ে বুকিং করতে পারবেন।এই গাড়িটি বুকিং করতে অনলাইনে বা আপনার নিকটস্থ ডিলারশিপে যোগাযোগ করুন।
নতুন Tata Harrier গাড়ির লুক আপনাদের এক দেখাতেই ভালো লাগবে। এই গাড়িতে সম্পূর্ণ নতুন ফ্রন্ট এবং রেয়ার প্রোফাইল দেওয়া থাকবে। এর সামনে একটি নতুন বাম্পার দেওয়া হবে। যাতে অনেকগুলি প্রোট্রুশন এবং স্প্লিট হেডল্যাম্প ক্লাস্টার থাকবে। এছাড়া এতে 19 ইঞ্চির অ্যালয় হুইলও দেওয়া হবে।
Tata Harrier: মাইলেজ
Tata Harrier-এ শক্তিশালী 2.0 লিটার টার্বো ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 170 PS শক্তি এবং 350 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গ্রাহকরা এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল বা 6 স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প পাবেন। এছাড়া এতে ইলেকট্রনিক পার্কিং ব্রেকও দেওয়া হবে। নতুন হ্যারিয়ার ম্যানুয়াল ট্রান্সমিশনে প্রতি লিটারে 16.08 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আর অটোমেটিক ট্রান্সমিশনের মাধ্যমে প্রতি লিটারে 14.60 কিলোমিটার মাইলেজ দেবে।
Tata Harrier: ফিচার্স
নতুন Tata Harrier গাড়ির আশ্চর্যজনক ফিচার্স সম্পর্কে কথা বলতে গেলে, এর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় ক্ষেত্রেই অনেক পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল একটি বড় 12.3 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এতে নতুন স্মার্টফোন কানেক্টিভিটি দেওয়া হয়েছে। এছাড়া এটি ফোরস্পোক স্টিয়ারিং হুইলে ব্যাকলিট লোগো সহ দুটি টগল সুইচ এবং নতুন টাচ বেসড ক্লাইমেট কন্ট্রোল যুক্ত।
Tata Harrier: দাম
Tata Harrier-এর দামের কথা বলতে গেলে, এই ফোর হুইলারে বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। সেই অনুযায়ী দাম ভিন্ন। এই গাড়ির স্মার্ট MT ভ্যারিয়েন্টের দাম 15.49 লাখ টাকা। আর প্যোর MT ভ্যারিয়েন্টের দাম 16.99 লাখ টাকা। প্যোর+ MT ভ্যারিয়েন্টের দাম 18.69 লাখ টাকা, এতে অপশনাল হিসেবে সানরুফ রয়েছে। অ্যাডভেঞ্চার MT ভ্যারিয়েন্টের দাম 20.19 লাখ টাকা। এডভেঞ্চার+ MT ভ্যারিয়েন্টের দাম 21.69 লাখ টাকা, এতে অপশনাল হিসেবে ADAS রয়েছে। ফিয়ারলেস MT ভ্যারিয়েন্টের দাম 22.99 লাখ টাকা।