টাটা মোটরস ভারতের এক অতীব জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি। এতদিন ভারতীয় বাজারে টাটা পাঞ্চের প্রচুর চর্চা হত। এর আকর্ষণীয় লুক, শক্তিশালী ইঞ্জিন ও অল্প দাম গ্রাহকদের পছন্দের মূল কারণ। কিন্তু এবার টাটা পাঞ্চকে টক্কর দিতে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে টাটা ব্ল্যাকবার্ড।
টাটা মোটরসের এই নতুন মডেল টাটা পাঞ্চকেই সরাসরি টক্কর দেবে। এই গাড়ি প্রতি লিটারে 26 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এতে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এই গাড়িতে আপনারা এডজাস্টেবল ড্রাইভিং সিট পেয়ে যাবেন। টাটা ব্ল্যাকবার্ডে ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল রয়েছে।
Tata Blackbird : ইঞ্জিন
সবার প্রথমে টাটা ব্ল্যাকবার্ডের শক্তিশালী ইঞ্জিন সম্বন্ধে কথা বলব। এই গাড়িতে 1.2 লিটারের ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। আপনাদের জানিয়ে রাখি এই ইঞ্জিনটি টাটা মোটরসের নতুন গাড়িটির পারফরমেন্স বৃদ্ধি করতে সাহায্য করেছে। এই ফোর হুইলার প্রতি লিটারে 26 কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম।
Tata Blackbird: ফিচার্স
কোম্পানি এই গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এডভান্স ফিচারের ভরপুর ব্যবহার করেছে। আপনাদের জানিয়ে রাখি, এতে আপনারা ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, এডজাস্টেবল ড্রাইভিং সিট, ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও এয়ার ব্যাগ সহ বেশ কিছু ফিচার রয়েছে।
Tata Blackbird: দাম
এই ফোর হুইলারের দামের কথা বলতে গেলে, জানিয়ে রাখি এর দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছে কোম্পানি। গাড়িটি সরাসরি টাটা পাঞ্চকে টক্কর দেবে। ভারতীয় বাজারে এই গাড়ির দাম 14 লাখ টাকা হতে পারে।