Tata Altroz SUV: আজকে আমরা দারুণ একটি এসইউভি-র খবর নিয়ে এসেছি। এতে স্টাইলিশ লুকের পাশাপাশি পেয়ে যাবেন এডভান্স ফিচার্স। দামও খুব একটা বেশি নয়। আবার মাইলেজের দিক থেকেও দুর্দান্ত এটি।
আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Tata Altroz SUV-র সম্পর্কে। প্রতি লিটারে 24 কিলোমিটার থেকে 25 কিলোমিটার পর্যন্ত মাইলেজ হতে পারে। টাটা মোটরসের গাড়ি নিয়ে কোনো কমপ্লেইন শোনা যায় না। ফলে এই এসইউভি নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এতে আপনারা হাইট এডজাস্টেবল ড্রাইভিং সিট আর পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন।
Tata Altroz SUV: ইঞ্জিন ও মাইলেজ
সবার প্রথমে আমরা এই ফোর হুইলারের ইঞ্জিন সম্বন্ধে কথা বলব। এই গাড়িতে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এই গাড়ি আপনাদের স্মুথ রাইডিংয়ের এক্সপেরিয়েন্স দেবে। মাইলেজের কথা বলতে গেলে, প্রতি লিটার ডিজেলে 24 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Tata Altroz SUV: আধুনিক ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, Tata Altroz SUV-তে আপনারা এডভান্স ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। এতে সিঙ্গেল প্যানেল সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, হাইট এডজাস্টেবল ড্রাইভিং সিট, পাওয়ার উইন্ডো, 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইট, ক্রুজার কন্ট্রোল ইত্যাদি রয়েছে।
Tata Altroz SUV: দাম
এই ফোর হুইলার আপনারা আলাদা আলাদা ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। সেক্ষেত্রে দাম ভিন্ন ভিন্ন হবে। তবে Tata Altroz SUV-র এক্স শোরুম দাম 6.95 লাখ টাকা থেকে শুরু হয়েছে।