Bike Loan

Tata Altroz Racer: এক দেখাতেই হবে পছন্দ! সস্তায় স্টাইলিশ লুকে টাটা, দাম মাত্র নামে

Aindrila Dhani

Published on:

tata-altroz-racer-launched-in-india

Tata Altroz Racer: Tata Motors সম্প্রতি একটি নতুন গাড়ি লঞ্চ করেছে। এটি ভারতীয় বাজারে হুলুস্থুল ফেলে দিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা Tata Altroz Racer-এর সম্পর্কে কথা বলছি। আপনি যদি এমন গাড়ির খোঁজে থাকেন, যেটি গতির দিক থেকে শক্তিশালী হওয়ার পাশাপাশি চেহারাতেও স্পোর্টি লুক থাকবে তাহলে Tata Altroz Racer আপনার জন্য একদম উপযুক্ত। বিস্তারিত জেনে নিন।

   

এই শক্তিশালী হ্যাচব্যাকটির বুকিং শুরু হয়ে‌ গেছে। আপনারা চাইলে নামমাত্র মূল্যে এটি বুক করতে পারেন। Tata Altroz Racer-এর স্পোর্টিনেস আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যুব সম্প্রদায়ের তো ভীষণ পছন্দ হবে এই গাড়ির লুক। একে আরও আকর্ষণীয় করতে কোম্পানিটি কিছু বিশেষ কসমেটিক পরিবর্তন করেছে।

Tata Altroz Racer-এর ডিজাইন

ডুয়াল টোন পেইন্ট স্কিম সহ ব্ল্যাক আউট বনেট এবং ছাদ Tata Altroz Racer-এর অন্যতম বিশেষত্ব। বনেটের ছাদ এবং বুটে সাদা স্ট্রাইপ দেওয়া হয়েছে। স্পোর্টি লুকের জন্য নতুন অ্যালয় হুইল যুক্ত করেছে কোম্পানি। এছাড়া ফেন্ডারে ‘Racer’ ব্যাজ দেওয়া হয়েছে। Tata Altroz Racer-এর তিনটি ডুয়াল টোন রঙের বিকল্প হল- অ্যাটমিক অরেঞ্জ, অ্যাভিনিউ সাদা এবং ধূসর।

Tata Altroz Racer-এর ইন্টেরিয়র ডিজাইন দুর্দান্ত। এর অভ্যন্তরে কালো থিম ব্যবহার করা হয়েছে। এতে কমলা রঙের হাইলাইট, কনট্রাস্ট স্টিচিং এবং ডাবল স্ট্রাইপ সহ কালো লেদারেট সিট যুক্ত করেছে কোম্পানি। ড্যাশবোর্ডটি স্ট্যান্ডার্ড Altroz-এর মতোই রাখা হয়েছে। তবে এতে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। যেমন- ইলেকট্রিক সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ক্রুজ কন্ট্রোল এবং 360-ডিগ্রি ক্যামেরা।

Tata Altroz Racer-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

Tata Altroz Racer-এ 1.2-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি Tata Nexon থেকে নেওয়া হয়েছে। এই ইঞ্জিন 118 bhp শক্তি এবং 170 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এর সাথে 6-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। বর্তমানে অটোমেটিক ট্রান্সমিশনের কোন বিকল্প নেই। Tata Motors দাবি করেছে যে, এই মডেলে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের চেয়ে বেশি স্পোর্টি এক্সজস্ট নোট দেওয়া হয়েছে।

Tata Altroz Racer-এর দাম

এই শক্তিশালী হ্যাচব্যাকটির প্রারম্ভিক মূল্য মাত্র 9.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে Tata Altroz Racer-এর টপ মডেলের এক্স শোরুম দাম 10.99 লক্ষ টাকা। আপনারা এই মডেলটি 21 হাজার টাকা থেকে বুক করতে পারবেন।