Bajaj Pulsar 150: ভারতে বাইকের চাহিদা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। আজকাল প্রায় সব বাড়িতেই আপনারা বাইক দেখতে পেয়ে যাবেন। আপনারও কি বাইক কেনার ইচ্ছে আছে? তবে সস্তায় Bajaj Pulsar 150 কিনতে পারেন।
এবার আপনারা খুব কম দামে Bajaj Pulsar 150 পেয়ে যাবেন। এতে রয়েছে DTS-i ইঞ্জিন। এই মডেলটি আপনারা শহরের ভিড়ভাট্টায় ড্রাইভ করতে পারবেন। আবার হাইওয়েতেও চালাতে পারবেন। পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত একটি মডেল হল Bajaj Pulsar 150। 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম এই বাইকটি। জেনে নিন বিস্তারিত।
Bajaj Pulsar 150-এর স্টাইলিশ লুক
এই বাইকে স্পোর্টি ও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। এতে আপনারা মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, তীক্ষ্ণ হেডলাইট, স্প্লিট সিট ও স্টাইলিশ টেইল লাইট দেওয়া হয়েছে। এটি বেশ আকর্ষণীয় রঙে উপলব্ধ।
Bajaj Pulsar 150-র শক্তিশালী ইঞ্জিন
সবার প্রথমেই আমরা Bajaj Pulsar 150-র ইঞ্জিনের সম্পর্কে কথা বলব। এই বাইকে 149.5cc-র DTS-i ইঞ্জিন রয়েছে। যা 13.8 bhp শক্তি ও 13.25 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইক আপনারা শহরের ট্রাফিকে খুব ভালোভাবে চালাতে পারবেন। আবার হাইওয়েতেও Bajaj Pulsar 150 ড্রাইভ করতে সমস্যা হবে না।
Bajaj Pulsar 150-র দুর্দান্ত মাইলেজ
150cc সেগমেন্টের দীর্ঘ মাইলেজ সম্পন্ন বাইক হল Bajaj Pulsar 150। এই বাইকে DTS-i টেকনোলজি ব্যবহার করার কারণে এটি ভালো মাইলেজের পাশাপাশি স্মুথ পারফরমেন্স দিয়ে থাকে। প্রতি লিটারে 50 কিলোমিটার ওপর মাইলেজ দিতে পারে Bajaj Pulsar 150। রাইডিং কন্ডিশন ও রাইডিং হ্যাবিটের ওপর নির্ভর করে মাইলেজ একটু বেশি বা কম হতে পারে। তবে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য Bajaj Pulsar 150 উপযুক্ত।
Bajaj Pulsar 150-এর আধুনিক ফিচার্স
এই বাইকে বেশ কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে। যার ফলে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। এতে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, নাইট্র্যাকস রেয়ার শক অ্যাবজর্ভার, ডিজিটাল স্পিডোমিটার, USB চার্জিং পোর্ট ও ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে।
Bajaj Pulsar 150-এর দাম
Bajaj Pulsar 150-এর এক্স শোরুম দাম 1 লাখ 10 হাজার 419 টাকা। তবে আপনারা এর থেকে অনেক সস্তায় বাইকটি পেয়ে যাবেন।
কীভাবে সস্তায় Bajaj Pulsar 150 কিনবেন?
Olx-এ এই বাইকের 2012 সালের মডেল উপলব্ধ রয়েছে। এটি 2 লাখ 50 হাজার কিলোমিটার চালানো হয়েছে। Bajaj Pulsar 150-র এই মডেলটি মাত্র 35 হাজার টাকায় বিক্রি করা হবে।