50 years of Swaraj: বিখ্যাত ট্র্যাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি Swaraj Tractors এই সপ্তাহের প্রথম দিকে তাদের 50 তম অ্যানিভার্সিরি সেলিব্রেট করেছে। অ্যানিভার্সারি উপলক্ষে তারা XM, XT আর FE রেঞ্জের ট্র্যাকটরের নতুন লিমিটেড এডিশন মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে।
1974 সালের 14 ই এপ্রিল Swaraj Tractors-এর যাত্রা শুরু হয়। পাঞ্জাবের মোহালিতে স্থিত স্বরাজ প্ল্যান্টের প্রথম মডেল ছিল Swaraj 724। এই মডেলটি 26.5 hp শক্তি উৎপাদন করে। এরপর 2007 সাল নাগাদ Mahindra কোম্পানি Swaraj-এর প্যারেন্ট কোম্পানি Punjab Tractors Limited অধিগ্রহণ করে। আর প্রতিষ্ঠা হয় স্বরাজ ডিভিশন। 2022 সালে Swaraj Tractors 20 লাখ ইউনিটের বেশি বিক্রি করেছে।
Swaraj Tractors -এর লিমিটেড এডিশন ভেরিয়েন্টে 5 টি মডেল রয়েছে। যথা :- 843 XM, 742 XT, 744 FE, 744 XT ও 855 FE। রিপোর্ট অনুযায়ী, এই মডেলগুলি 2023 -এর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল। এই মডেলগুলি 40hp থেকে 50hp ক্যাটাগরির অন্তর্গত। যা আয়তনের ভিত্তিতে 58 শতাংশ ভারতীয় ট্র্যাক্টর ইন্ডাস্ট্রি গঠন করে। এই লিমিটেড এডিশন ভেরিয়েন্ট মাত্র 2 মাসের জন্য গোটা দেশে উপলব্ধ থাকবে। এই ভেরিয়েন্টে গোল্ডেন ডিক্যাল ও ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অটোগ্রাফ থাকবে। বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি Swaraj Tractors-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
Swaraj Tractors বছরের পর বছর ধরে তার গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা, সম্মান আর প্রশংসা অর্জন করে চলেছে। Mahindra কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ও CEO (অটো ও ফার্ম সেক্টর) জানিয়েছেন, বর্তমান সময়ে ‘আত্মনির্ভর’ শব্দটির প্রচুর ব্যবহার হচ্ছে। কিন্তু 50 বছর আগে এই শব্দটির উদ্ভাবন করেছিল Swaraj। যাতে খাদ্যের জন্য কোনো ভারতীয়কে অপরের ওপর নির্ভর করতে না হয়। আপনাদের জানিয়ে রাখি, Skilling 5000-এর অধীনে Swaraj নারী সশক্তিকরণের দিকে নজর দেবে। ভোকেশনাল ও অ্যাগ্রিকালচার সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। এই 50 তম অ্যানিভার্সিরি সেলিব্রেশন উপলক্ষে ‘জোশ কা স্বর্নোৎসভ’ -এর সাক্ষী থাকবে গোটা দেশ।