Bike Loan

Svitch CSR 762: লুকে বাজার সেরা! ময়দান কাঁপাতে নতুন বাইক, এক চার্জে 160 কিমি রেঞ্জ

Aindrila Dhani

Published on:

svitch-csr-762-price

Svitch CSR 762: গোটা দেশে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। পেট্রোল ও ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে পেট্রোল চালিত বাইকের চাহিদা এই ভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনিও যদি নতুন ইলেকট্রিক বাইক কিনতে চান তবে Svitch CSR 762 নিয়ে ভেবে দেখতে পারেন।

এখনকার ইলেকট্রিক বাইক পেট্রোল চালিত বাইককেও টক্কর দিতে পারে। তা সে পারফরম্যান্সের দিক থেকে হোক বা দামের দিক থেকে। কিন্তু আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি দামে ইলেকট্রিক বাইক কেনার প্ল্যান করে থাকেন তবে Switch CSR 762 একটি ভালো বিকল্প। কী কী ফিচার্স রয়েছে এতে? কত দাম এই বাইকের? জেনে নিন।

Svitch CSR 762: ব্যাটারি ও মোটর

এই ইলেকট্রিক বাইকে 3 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে বড় ও শক্তিশালী ব্যাটারি রয়েছে। এই ইলেকট্রিক বাইকে 3.6 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে 5 ঘন্টা সময় নেয়। Switch CSR 762 এক চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Svitch CSR 762: স্পেসিফিকেশন

এই ইলেকট্রিক বাইকে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া কম্বি ব্রেকিং সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, চার্জিং পয়েন্ট, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্যাকোমিটার, LED টেইল লাইট ইত্যাদি রয়েছে।

Svitch CSR 762 বাইকের দাম

এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.90 লাখ টাকা থেকে। এটি কেবলমাত্র একটি ভেরিয়েন্টে উপলব্ধ।