Bike Loan

ঝড় তুলবে Suzuki-র নয়া মডেল! চলে এসেছে Suzuki V-Strom 800DE, দাম কত?

গত বছর ভারতে টেস্টিং-এর পর এই মডেলটি এই বছরের প্রথম দিকে ভারতে মবিলিটি এক্সপো-তে প্রদর্শন করা হয়েছিল। এরপরেই আমরা নিশ্চিত হতে পারছি Suzuki V-Strom 800DE খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হবে। তবে লঞ্চের আগেই এই মডেলটির ইঞ্জিন থেকে ফিচারস যাবতীয় তথ্য জেনে নিন।

Suzuki V-Strom 800DE বাইকের ইঞ্জিন ও পারফরমেন্স

এই বাইকে Suzuki-র নতুন 776cc লিকুইড কুল্ড 270 ক্র্যাঙ্ক প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। যা 84.3 bhp শক্তি ও 78 Nm টর্ক উৎপাদন করে।

Suzuki V-Strom 800DE বাইকের স্পেসিফিকেশন

এই বাইকে GSX-8S naked বাইকের মত একই সাব ফ্রেম দেওয়া হয়েছে। এছাড়া লাগেজের জন্য অতিরিক্ত পিলিয়ন দেওয়া হয়েছে। Suzuki V-Strom 800DE বাইকে 20 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এই মডেলটির ওজন 230 কেজি। অপরদিকে সিটের উচ্চতা 855 মিলিমিটার।

Suzuki V-Strom 800DE বাইকের ফিচারস

এই বাইকের সামনে এডজাস্টেবল ফোর্ক আর পিছন দিকে রিমোট প্রিলোড এডজাস্টিবিলিটি সহ মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া সামনে 4 পিস্তন সহ 310 মিলিমিটারের একজোড়া ডিস্ক ব্রেক রয়েছে। আর পিছন দিকে 260 মিলিমিটারের সিঙ্গেল পিস্তন ক্যালিপার সহ ডিস্ক ব্রেক রয়েছে। Suzuki V-Strom 800DE মডেলটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার।

এছাড়াও স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে ডুয়াল চ্যানেল ABS। প্রয়োজন অনুযায়ী পিছন দিকের ABS বন্ধ করাও যাবে। এছাড়া এতে রয়েছে চারটি রাইডিং মোড। এই সব ফিচার 5 ইঞ্চির TFT ড্যাশ দ্বারাকন্ট্রোল করা যাবে। এই বাইকে রয়েছে ইজি স্টার্ট সিস্টেম। স্টার্ট বাটন মাত্র একবার প্রেস করলেই এই বাইকটি চালু হয়ে যাবে।

Suzuki V-Strom 800DE বাইকের দাম

ভারতের লঞ্চ হওয়ার পর Suzuki V-Strom 800DE বাইকটির সম্ভাব্য এক্স শোরুম দাম 11 লাখ টাকা হতে পারে। Triumph Tiger 850 Sport এর সাথে প্রতিযোগিতা হতে পারে।