Maruti Suzuki ভারতীয়দের খুবই প্রিয় একটি কোম্পানি। এই কোম্পানির গাড়ি ভারতীয় বাজারে বেশ বিখ্যাত। তবে আজ আমরা এই কোম্পানির গাড়ির সম্পর্কে কথা বলব না, বরং বলব Maruti Suzuki-র বাইকের সম্পর্কে। এবার খুব কম দামে বাড়িতে আনতে পারবেন Suzuki Intruder 150। জেনে নিন বিস্তারিত।
Suzuki Intruder 150-র ডিজাইন বেশ আকর্ষণীয়। এতে রয়েছে মাস্কুলার ফুয়েল ট্যাংক, চওড়া হ্যান্ডেল বার আর লম্বা হুইলবেস। এর সম্পূর্ণ লুক বেশ অ্যাগ্রেসিভ ধরনের। এছাড়া এতে ব্যবহৃত টুইন হেড লাইট আর ক্রোম ফিনিশিং এর লুকটিকে আরো প্রিমিয়াম করে তুলেছে।
Suzuki Intruder 150-এর ইঞ্জিন ও পারফরমেন্স
এই বাইকে 154.9cc-র সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 13.6 Ps শক্তি ও 13.8 Nm টর্ক উৎপাদন করে। প্রাত্যহিক জীবনে ব্যবহার করার জন্য Suzuki Intruder 150 একদম উপযুক্ত। তবে আপনারা যদি হাই স্পিডে চালাতে চান সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই বাইকে আপনারা দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন। এটি প্রতি লিটারে 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এছাড়া এতে আপনারা আরামদায়ক সিটিং পজিশন পেয়ে যাবেন। লং ড্রাইভে যাওয়ার জন্য এমন সিট যথাযথ। এছাড়া এই বাইকের হ্যান্ডেলবার খুব একটা উঁচুতে বা খুব বেশি নিচুতে নয়। তাই বাইক চালানোর সময় হাতে বেশি জোর দিতে হবে না। তবে পিছন দিকে বসার জন্য সিট খানিকটা ছোট।
Suzuki Intruder 150-এর ফিচার্স
এই বাইকে খুব বেশি ফিচার না থাকলেও, যে সমস্ত আছে সেগুলি দিয়ে কাজ চালানো যাবে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, টুইন ডিস্ক ব্রেক, LED টেইল লাইট আর সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন।
Suzuki Intruder 150-এর দাম
এবার আমরা এই বাইকের দাম সম্পর্কে কথা বলব। Suzuki Intruder 150-এর এক্স শোরুম দাম 1 লাখ 3 হাজার 614 টাকা থেকে 1 লাখ 28 হাজার 814 টাকার মধ্যে। তবে মাত্র 55 হাজার টাকায় এটি কিনতে পারবেন। সম্প্রতি Quikr-এ Suzuki Intruder 150-এর 2018 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 24 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। আপনারা চাইলে এই বাইকটি কিনতে পারেন। কেনার সময় নিজেরা যাচাই করে নেবেন। আমাদের ওয়েবসাইট কোন কিছুর জন্য দায়ী থাকবে না।