Bike Loan

Suzuki Hayabusa : বাইকের লুক দেখলে প্রেমে পড়তে বাধ্য! তেলের খরচ শুনলে পাক্কা ভিমড়ি খাবেন

Aindrila Dhani

Published on:

suzuki-hayabusa-price

টু-হুইলার ও ফোর হুইলার নির্মাতা কোম্পানি Suzuki নিজেদের দুর্দান্ত গাড়ির জন্য বিখ্যাত। এর পাশাপাশি এই কোম্পানি শক্তিশালী ইঞ্জিনের সুপার বাইক লঞ্চ করে থাকে। এই কোম্পানির একটি বিখ্যাত সুপার বাইক হল Suzuki Hayabusa। এই মডেলটি আবার লঞ্চ হতে চলেছে। এতে পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার।

Suzuki Hayabusa একটি বিখ্যাত সুপার বাইক। এই বাইকে 1340cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এটি প্রতি লিটারে 17 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এতে রয়েছে আরামদায়ক সিট ও আকর্ষণীয় ফিচার। জেনে নিন বিস্তারিত।

Suzuki Hayabusa বাইকের ইঞ্জিন

এই বাইকে 1340cc-র ইনলাইন, 4 সিলিন্ডার, DOHC ইঞ্জিন রয়েছে। যা 190 Ps শক্তি ও 150 Nm টর্ক উৎপাদন করে। Suzuki Hayabusa তে 3 টি রাইডিং মোড রয়েছে- ফুল পাওয়ার, B মোড ও C মোড। এই সুপার বাইক প্রতি লিটারে 17 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Suzuki Hayabusa বাইকের ফিচারস

এই গাড়ির স্পিড বেশি হওয়ার কারণে কোম্পানি এর সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে। এতে অ্যাডভান্স সেফটি ফিচার্স দেওয়া হয়েছে। এই বাইকে আপনারা সুজুকি ইন্টেলিজেন্ট রাইড সিস্টেম পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে অ্যান্টি লিফট কন্ট্রোল সিস্টেম, এক্টিভ স্পিড লিমিটর আর হিল হোল্ড কন্ট্রোল সিস্টেম। এছাড়া এই বাইকের হ্যান্ডেল বারে ক্লিপ রয়েছে। এর পাশাপাশি আপনারা অ্যাডজাস্টেবল ফুটপেগের সাথে আরামদায়ক সিট পেয়ে যাবেন। Suzuki Hayabusa তে LED হেডলাইট ও টেইল লাইট রয়েছে। এতে আপনারা ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন।

Suzuki Hayabusa বাইকের দাম

ভারতীয় বাজারে এই সুপার বাইকের এক্স শোরুম দাম 16.90 লাখ টাকা থেকে 17.70 লাখ টাকার মধ্যে।